"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
লোনা স্বাদ
সিঁথির সিঁদুর টুকটুকে লাল,
লাল টিপে তার সাজানো কপাল;
পরনেও তার বেনারসী লাল,
পুড়লো শুধু আমার কপাল।
সোনার কাঁকন আছে যে হাতে,
মেহেদীর রঙ মাখা সেই হাতে;
লিখতো চিঠি আমায় সে হাতে,
আমি আজ দাঁড়িয়ে শুন্য হাতে।
কাজলের টানে চোখ জ্বল জ্বল,
নেই তাতে শুধু একফোঁটা জল;
বুকের তেষ্টায় আমি খুঁজি জল,
লোনা স্বাদে ভরা চোখেরই জল।
(পুরোনো খাতার পাতা থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।