আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ দিয়ে রচিত পথ

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

শব্দ দিয়ে রচিত যে পথ সে পথে হাঁটতে হাঁটতে আমি একবার হোটেলের ছদ্মবেশী একটা বেশ্যালয়ের সামনে গিয়ে পতিত হলাম, ঈষৎ গরম একটা টক গন্ধ নাকে এসে এমন ঝাপটা মারছিল যে ঘূর্ণিবায়ু থেকে বাঁচতে না পালিয়ে আমাকে ঢুকে যেতে হলো ওই হোটেলেই, দেখা গেল, টায় টায় মাংসের স্তূপ কিমা হবার জন্য অপেক্ষা করছে ওর প্রতিটি কক্ষে, অর্থাৎ কিনা প্রতিকক্ষ একেকটি ঝড় সম্ভাবনা ঝড়ে ভয় আছে কিন্তু মাংসে আমার অনাগ্রহ নেই, তবে নরমাংস ডলে ডলে কী করে কিমা করতে হয় তা জানি না বলে একটি কক্ষের আধভেজানো দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি ওখানে একটা আস্ত পর্বত প্রসব করছে জ্যান্ত একটা মূষিক, আশ্চর্য এই যে ভূমিলগ্ন হওয়ামাত্র মূষিকছানাটি বড়ো হতে হতে পর্বতকেও ছাপিয়ে গেল এবং ঝাপিয়ে পড়ল খোদ পর্বতমাতারই উপর কিছুই না বুঝতে পেরে শব্দ দিয়ে রচিত পথ ধরেই আমি ফের ফিরে আসি দ্বিগুণ ভয়ে হিমশিম খেতে খেতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.