আবারো ৭ জন দগ্ধ। দগ্ধ মনুষ্যত্ব, দগ্ধ দেশ। একটি শ্রেনীর মানুষ মারা গেলে কিছুই আসে যায় না কারো। দেশের কি আজব অবস্থানে আমরা। কই এই অসহায় মানুষগুলোর জন্য বি এন পি তো কোন হরতাল ডাকলো না... শ্রমকিদের স্বার্থের জন্য মুখে ফেনা ওঠানো কমিউনিস্ট পার্টিগুলোও তো রাস্তায় নামলো না........... সরকার, সে তো শিল্পের বিকাশের স্বার্থে জল্লাদ মালিকদের বাঁচাতে ব্যস্ত ........। আর আমরা যারা শধু দ্রষ্টা, দেখে আবার মুখ ফিরিয়ে নিচ্ছি কোনো এ্যাওয়ার্ড ফাংশনের নাচে, কিংবা বিপিএল এর ছয়ে-- তারা অপেক্ষা করুন পরিণতির, প্রতিবাদ বা প্রতিকার করতে না পারার পরিণতি। এত কান্না আর দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যেতে পারে না । প্রশান্তিতে থাকো হে দগ্ধ মানবাসন্তানেরা....।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।