একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
সদ্য ওএসডি হওয়া ঢাকার মুখ্যমহানগর হাকিম আদালতের সাবেক হাকিম রোকন-উদ দৌলা বিচার বিভাগ পৃথককরন সম্পর্কে স?প্রতি তার মন্তব্যের জন্য প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চেয়েছেন। বুধবার তার খাস কামরায় তিনি সাংবাদিকদের বলেন, "আমি সবসময়য় বিচার বিভাগ পৃথককরনের পক্ষে। আমার আবেদন ছিল প্রশাসন ক্যাডারের মানসম্মান সমুন্নত রেখে বিচার বিভাগ আলাদা করা হোক। কিন্তু সেখানে কিছু বৈষম্য সৃষ্টি হওয়ায় আমি বেদনাহত হই।" তিনি বলেন, "আমার বেদনার কথা প্রকাশ করতে যেয়ে গত ২১ তারিখ বিয়াম মিলানায়তনে অনুষ্ঠিত সেমিনারে আমার আচরন রুঢ় হওয়ায় আমি মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।"
সূত্র: বিডি নিউজ২৪.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।