ঢাকার বসুন্ধরার স্টার সিনেপ্লেঙ্ েহলিউডের দুটি নতুন ছবি মুক্তি পাচ্ছে। ছবি দুটি হচ্ছে- 'ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল' এবং 'দ্য লোন রেঞ্জার'।
'ওজ দ্য গ্রেট'
প্রায় পঁচাত্তর বছর পর ডিজনির হাত ধরে রুপালি পর্দায় ফিরে এসেছে 'দি উইজার্ড অব ওজ'। এ বছরের ৮ মার্চ মুক্তি পেয়েছে স্যাম রাইমি পরিচালিত ছবিটি। তবে রাইমি ২০১৩ সালের ওজকে ভিক্টর ফ্লেমিংয়ের ওজের রিমেক বা সিক্যুয়েল বলতে নারাজ। মূলত অস্কার ডিগসের 'দি উইজার্ড অব ওজ' হয়ে ওঠার গল্প। এবারের চলচ্চিত্রে নেই ডরোথি। বরং দেখা যাবে ছোট্ট শহরের একজন সার্কাসের জাদুকর অস্কার ডিগসকে, যে ডরোথির মতোই ঝড়ের কবলে পড়ে পেঁৗছে যায় ওজে।
'দ্য লোন রেঞ্জার'
গোর ভারবিনস্কি পরিচালিত এই ছবিটি গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে আলোচিত এ ছবিতে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। অনেকটা 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান'-র জ্যাক স্প্যারোর মতোই অদ্ভুত ঢঙেই এত তার আত্দপ্রকাশ। শ্বাসরুদ্ধকর
অ্যাডভেঞ্চার, নানা দ্বন্দ্ব সংঘাতে গড়াতে থাকে এ ছবির গল্প।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।