আমাদের কথা খুঁজে নিন

   

ইউএনডিপির ৪০ হাজার ব্যালট বাঙ্ কাজে লাগছে 

চাহিদা অনুযায়ী 'স্বচ্ছ' না হওয়ায় দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির [ইউএনডিপি] দেওয়া ৪০ হাজার ব্যালট বাঙ্ কাজে লাগছে না। তবে জরুরিভাবে ১০ হাজার বাঙ্ দিতে বলা হয়েছে সংস্থাটিকে। কমিশন বলছে, জাতীয় নির্বাচনে অতিরিক্ত এসব বাঙ্রে দরকার পড়ত না।

চাহিদা অনুযায়ী 'স্বচ্ছ' না হওয়ায় এসব ব্যালট বাঙ্ নিচ্ছে না নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম বলেন, এবার আসা ৪০ হাজার ব্যালট বাঙ্ আগের তুলনায় অপেক্ষাকৃত কম স্বচ্ছ। বিষয়টি ইউএনডিপিকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, একটি বিশেষ কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে ইউএনডিপির দেওয়া বাঙ্ ে'ত্রুটি' পায়। এরপরই পরবর্তী পদক্ষেপ নিতে সংস্থাটিকে জানায় ইসি। এ ৪০ হাজার ব্যালট বাঙ্ ইসির এসইএমবি প্রকল্পের মাধ্যমে ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র ও কক্ষ সাধারণত সংসদের তুলনায় বেশি হয়। সে বিবেচনায় অতিরিক্ত বাঙ্ সংগ্রহ করা হয়। গত সপ্তাহে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি এ প্রতিনিধি। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জরুরি ভিত্তিতে ১০ হাজার স্বচ্ছ ব্যালট বাঙ্ দেওয়ার জন্য ইউএনডিপিকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন ইসির এ সংক্রান্ত প্রকল্প পরিচালক। বর্তমানে ইসির আড়াই লক্ষাধিক স্বচ্ছ ব্যালট বাঙ্ রয়েছে। দশম সংসদ নির্বাচনে সম্ভাব্য ৩৭ হাজার ভোটকেন্দ্রে এগুলো ব্যবহার হবে।

নতুন করে পাওয়া ৪০ হাজার বাঙ্ না নিলেও সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান অতিরিক্ত সচিব। ইসি কর্মকর্তারা জানান, ৯ কোটি ১৯ লাখের বেশি ভোটারের জন্য এবার নির্বাচনে ৩৭ হাজার ৭১১টি প্রাথমিক ভোটকেন্দ্র ধরা হয়েছে। এতে থাকবে ১ লাখ ৮৯ হাজার ৫৩টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষের জন্য একটি ও প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি করে অতিরিক্ত ব্যালট বাঙ্ ধরে ২ লাখ ২৬ হাজার ৭৬৪টি স্বচ্ছ বাঙ্রে দরকার পড়বে। সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসে ৫০০ বাঙ্ পুড়িয়ে দেওয়ার পরও বর্তমানে সারা দেশে ২ লাখ ৬২ হাজার ৪২৫টি বাঙ্ মজুদ রয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনে প্রয়োজন হবে ২ লাখ ২৬ হাজার ৮৭৪টি। অতিরিক্ত থাকবে ৩৫ হাজার ৬৬১টি।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৫ ডিসেম্বর ইসির উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টরকে চিঠি পাঠান। এতে বলা হয়, ইসি সচিবালয় প্রাথমিকভাবে ৪০ হাজার ব্যালট বাঙ্ গ্রহণ করে। একটি কমিটি এসব বাঙ্ পরীক্ষা-নিরীক্ষা করে। স্যাম্পলের চেয়ে কম স্বচ্ছ উল্লেখ করে ওই কমিটি এসব ব্যালট বাঙ্রে বিষয়ে প্রতিবেদন দেয়। সুতরাং এসব বাঙ্ নমুনার সঙ্গে মেলে না। এ জন্য ইসি ৪০ হাজার বাঙ্ গ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.