আমাদের কথা খুঁজে নিন

   

ডিআরইউতে শাহেদ ও ইলিয়াস পুনর্নির্বাচিত

ঢাকায় কর্মরত রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ-২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি শাহেদ চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১৫৭ ভোটের মধ্যে ৯৮৬ জন ভোট প্রদান করেন। গতকাল রাত ৮টায় ডিআরইউ চত্বরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল, আবু তাহের ও শওকত মাহমুদ।

শাহেদ চৌধুরী সর্বোচ্চ ৭৩৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ। তিনি ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৪৩ ভোট পেয়ে ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৭১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী। তিনি পেয়েছেন ৫০৮ ভোট। নারী বিষয়ক সম্পাদক পদে ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দা লুৎফা শাহানা। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান আজাদ। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৫২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিজুল পারভেজ। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন, আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল ও কল্যাণ সম্পাদক জামিউল আহসান শিপু। এ ছাড়া সাত কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হাসান জাহিদ তুষার, মো. মঈন উদ্দিন খান, পিনাকী তালুকদার, মানিক মুনতাসির, পারভীন সুলতানা কাকন, সালাউদ্দিন বাবলু ও তোফাজ্জল হোসেন। গতকাল সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.