আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে এলজিইডির প্রকৌশলীসহ সাতজনের বিরু

কাউনিয়া উপজেলায় দুস্থ এতিম শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং সাবেরা খাতুন ইসলামিয়া শিশুসদন নির্মাণে দুর্নীতির অভিযোগে রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন কাউনিয়া উপজেলা প্রকৌশলী মজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বশির উদ্দিন সরকার, আমিনুল ইসলাম, ঠিকাদার সাইদুর রহমান, মেসার্স আলম কনস্ট্রাকশন ও মেসার্স লাবু আহমেদ। রংপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।

এদিকে দুর্নীতির বিষয়টি তদন্ত করতে পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল কাল রংপুর আসছে বলে জানা গেছে। বাদীর পক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন চৌধুরী জানান, দরপত্র বহিভর্ূতভাবে ভবন নির্মাণ, নিম্নমানের ও পরিমাণের চেয়ে কম সিমেন্ট, ইট, বালু, খোয়া, রড ব্যবহার, নিম্নমানের ফ্যান, বেসিন, পাইপ, রং, দরজা জানালার কাঠ, বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন এবং বৈদ্যুতিক সাব-স্টেশন না করে নিম্নমানের সোলার সিস্টেমের মাধ্যমে অর্থ আত্দসাৎ করার অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কাউনিয়া উপজেলার বল্লভবিশু গ্রামে ট্রাস্টি প্রতিষ্ঠান দুস্থ এতিম শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং সাবেরা খাতুন ইসলামিয়া শিশুসদন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করেন রংপুর সমাজসেবা অধিদফতরের উপপরিচালক। এলজিইডির তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য ৮ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি গত ১৫ এপ্রিল প্রধান প্রকৌশলীর কাছে দেওয়া প্রতিবেদনে নকশা ও দরপত্র বহিভর্ূতভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কাজ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর সঙ্গে জড়িত প্রকৌশলীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। দীর্ঘদিন ব্যবস্থা না নেওয়ায় মামলা করতে বাধ্য হন বলে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানিয়েছেন।

প্রধান প্রকৌশলী ওয়াহেদুর রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

দুদক রংপুর সমন্বিত জেলার উপপরিচালক আবদুল করিম বলেন, আদেশ হয়েছে শুনেছি। তবে এখনো হাতে আসেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.