খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। চট্টগ্রামে সন্ত্রাসীর গুলিতে এক আইনজীবী এবং গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের খবর-
খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড় উপজেলার সীমান্তবর্তী মরাকইল্যা এলাকায় গতকাল প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী গোপাল চাকমা (৩৮)। মানিকছড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা প্রেস বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
চট্টগ্রামে আইনজীবী খুন : সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন আইনজীবী মো. শাহ আলম। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের বাসিন্দা। নিজ বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শাহ আলমের ছেলে ইমরান থানায় অভিযোগ করেছেন। রাতে শাহ আলম বাজার থেকে ?বাড়ির উঠানে পেঁৗছলে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি পরে কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গোপালগঞ্জে কুপিয়ে হত্যা : কাশিয়ানীতে আলম মোল্যা নামের এক যুবককে বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, বাটৈধোপা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আলম রাতে একা ঘরে ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তরা সিঁদ কেটে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বগুড়ায় লাশ উদ্ধার : শেরপুরের সুঘাট মধ্যভাগ গ্রামের গৃহবধূ পপি খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ ঘর থেকে লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক গৃহবধূর স্বামী মজনু খন্দকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।