আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল পালন করছে টিসিবির ডিলাররা

সরকারি নির্দেশ সত্ত্বেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলাররা বিরোধী দলের ডাকা হরতালে সমর্থন দিয়ে পিয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। তারা নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়েছেন। অথচ স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে পুলিশ বাহিনীর সহায়তা দিতে প্রস্তুত সরকার। এ জন্য ইতোমধ্যে ডিএমপি কমিশনারকে ফোর্স রেডি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। টিসিবি চাওয়া মাত্রই তাদের তা দেওয়া হবে। কিন্তু ডিলাররা এরপরও হরতালের দিনে পিয়াজ বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন না। এতে বাজারে সংকট সৃষ্টি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় মনে করে অসৎ ব্যবসায়ীদের সঙ্গে টিসিবির ডিলারদের অাঁতাত থাকতে পারে। এ জন্য এ বিষয়ে অনুসন্ধান করছেন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। জানা গেছে, খাবার হোটেল, ওষুধের দোকান, হাসপাতাল, সংবাদপত্রের গাড়ি ও নিত্যপণ্য বিক্রি করে এমন সব দোকানকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে হরতাল আহ্বানকারী বিরোধী দল। তবুও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে খোলা ট্রাকে পিয়াজ বিক্রি বন্ধ রেখেছেন টিসিবির ডিলাররা। খোঁজ নিয়ে জানা গেছে, ক্রেতাদের অনেকেই নির্দিষ্ট পয়েন্টে এসে পিয়াজ বিক্রির ট্রাক না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন গতকাল ও পরশু। বাজারে দাম চড়া হওয়ায় সাধারণ ক্রেতাদের অনেকেই পিয়াজও কিনতে পারছেন না। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা ২টার পর মাত্র দুটি ট্রাকের মাধ্যমে পিয়াজ বিক্রি করে টিসিবি। এর একটি সচিবালয়ের সামনে অন্যটি প্রেসক্লাবের পাশে। এ ছাড়া টিসিবির সেলিং পয়েন্ট খিলগাঁও, মালিবাগ, রামপুরা, যাত্রাবাড়ী, আগারগাঁও, মোহাম্মদপুরসহ আর কোনো পয়েন্টে টিসিবির ট্রাক ভিড়েনি।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাদের (ডিলারদের) আবারও বলা হয়েছে। গতকাল তারা দুটি পয়েন্টে বিক্রি করেছে। আজ থেকে সব পয়েন্টেই বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাজার পরিস্থিতি পর্যালোচনায় পিয়াজ কেনা-বেচার সঙ্গে সরাসরি জড়িত এমন ব্যবসায়ীদের আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক ডেকেছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। সেই সঙ্গে টিসিবির ডিলারদেরও নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.