আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের কাছেও হারল শ্রীলঙ্কা

আগের দিন বাংলাদেশ মহিলা দলের কাছে ৩ রানে হেরেছিল শ্রীলঙ্কা। অনেকটা তীরে আসা শ্রীলঙ্কান শিবিরের তরি ডুবিয়ে দিয়েছিল সালমাবাহিনী। আর গতকাল বড় স্কোর করেও জয়ের মুখ দেখতে পায়নি লঙ্কান সিংহীরা। নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৬ উইকেটে। ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা। গতকাল সিলেট ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা প্রমিলা দল। মেন্ডিস ও কুমারিহামির উদ্বোধনী জুটি এগিয়ে যাচ্ছিল ভালো সংগ্রহের দিকে। তবে দলীয় ৩৭ রানের মাথায় শ্রীলঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ব্রাউনি। ব্রাউনির বলে মার্টিনের হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন কুমারিহামি। এরপর ওয়ান ডাউনে নামা জায়ানগানিকে নিয়ে বড় জুটি গড়েন মেন্ডিস। দলীয় ৬৫ রানে মেন্ডিস যখন প্যাভেলিয়নে ফিরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৪৫ রান। ৬টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ইনিংসে তিনি খেলেন মাত্র ৩৫ বল। এছাড়া দলের পক্ষে জায়ানগানি ৪৪ বলে ৪৬ ও কাউশালইয়া ১৩ বলে ১৮ রান করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.