আমার একলা আকাশ.... সে নামে আরো একবার রচিত হোক মহাকাব্য জুটে যাক বাংলা একাডেমি, একুশে পদক পুরস্কার। দিকে দিকে ছড়িয়ে পড়ুক সে নামের রোশনাই। শত তরুনের হৃদয়দ্বারে ঠাই হোক একটি নামের! জয়ধ্বনিতে মুখর হোক জনতা। সে নামে আরো একবার ঘটুক মহাপ্রলয় ভেসে যাক হাজার তরুনীর সোনালি গৃহ। পথে প্রান্তরে দিকে দিকে তৈরি হোক হাজারো তাজমহল। সে নামের পাশে আমার নাম যুক্ত হয়ে, যোজন যোজন দূরে রটে যাক কলংক, লোকে আমায় কলংকিনী বলুক! অন্তত একবার উচ্চারন করুক, ঘৃণায় কিংবা আক্রোশে করুনায় অথবা ভালোবেসে। একবার.., শুধু একবার- সে নামের পাশে আমার নামের ঠাই হোক। জানুক পৃথিবী জানুক ঘাস, ফুল, প্রজাপতি পদ্মা, যমুনা কিংবা ইছামতি জেনে যাক সকলে, সে নামেই আমার কলংক হয়েছিল! কিংবা রচিত হোক কোন সমাধি তোমরা যত্ন করে শ্বেত পাথরের গায়ে লিখে দিও সে নামটার পাশে, এই চির দুখিনীর নাম।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।