জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি
নিতান্ত বাধ্য হয়েই এই পোস্ট লেখা। সভ্য মানুষের কথাবার্তা এতো নিচু স্থরের হতে পারে এই ব্লগে আজ না ঢুকলে আমি কখনো হয়তো বুঝতাম না। ''সেন্স অফ হিউমার" নামে আজ যা করছেন তািমম তাতো সভ্যতার মুখে চুন কালি মাখানো ছাড়া আর কিছু নয়। হয়তো এই ব্লগার বেন হবেন আবার আসবেন নতুন নিকে। কিন্তু কয়লা ধুইলে যায়না ময়লা। উনি কি পারবেন এই নোংরামী ছাড়তে। তাই অনুরোধ রইল ব্লগার তািমম কে ভাল হোন। সুস্থ হোক আপনার মন মানষিকতা ও হিউমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।