সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
বৃটেনে পুত্রবধূকে শুক্রাণু দান করতে যাচ্ছেন তার শ্বশুর। ছেলের শুক্রাণু যথেষ্ট গুণগতমান সম্পন্ন না হওয়ায় শ্বশুরের শুক্রাণু নিয়ে সন্তান ধারণ করবেন ছেলে বৌ। আর এর মাধ্যমে ৭২ বছর বয়স্ক এ ব্যক্তি হবেন ছেলের সন্তানের জেনেটিক পিতা এবং নতুন সন্তান হবে পিতার অর্ধেক ভাই। ’ ইভিনিং স্ট্রান্ডার্ড পত্রিকার খবরে এ কথা বলা হয়।
লন্ডন উইমেন্স ক্লিনিকে এ দম্পতির চিকিৎসা চলছে এবং এখানেই শুক্রাণু দান করা হবে।
ক্লিনিকের কো মেডিক্যাল ডিরেক্টর বলেন, তিনি এর আগে এ ধরনের ঘটনা দেখেননি। তবে সন্তান ধারণ চিকিৎসায় কিছু লোক সব ধরনের প্রচেষ্টাই বিবেচনা করতে আগ্রহী। তিনি জানান, শাশুড়ী এ সম্পর্কে অবগত এবং তার কোন আপত্তি নেই। এছাড়া কোনটা গ্রহণযোগ্য আর গ্রহণযোগ্য নয় এ ব্যাপারে সমাজের ধ্যান-ধারণাও পাল্টাচ্ছে। এক্ষেত্রে সন্তানের পরিচিতি নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখাটা খুবই কঠিন ব্যাপার।
......দৈনিক ইত্তেফাক সূত্রে।
কটঠিন দুনিয়া!! মাথাটা আউলাইয়া গেছে। বাপ, দাদা, পোলা- কে যে কারে কি ডাকবো আল্লাহ মালুম!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।