আমাদের কথা খুঁজে নিন

   

বার্মা কোথায়?

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

দিন দুই আগে কোনো একটা দৈনিকের কোণায় বার্মা থেকে পালিয়ে আসা কয়েকজন পাহাড়ি ভিক্ষুর খবর পড়ে একটু সতর্ক হয়ে উঠেছিলাম। বার্মা কোথায়? বার্মা আমাদের সীমান্তের দেশ। নাফ নদীর বিভাজন পার হলেই বার্মা। দেশটি আমাদের এত কাছে যে, সেখান থেকে পালিয়ে নিমেষে বাংলাদেশে চলে আসা যায়।

সে এমন এক দেশ যেখান থেকে পালিয়ে আসাই যেনতেন এক ব্যাপার। সেখানে বরং টিকে থাকাটাই মুশকিল। সেই এক দেশ বার্মা যেখানে এককালে বাঙালিরা যেত। ব্যবসা বাণিজ্য করতো। এখনও বাণিজ্য আছে।

বার্মার সাথে দৃশ্যমান-অদৃশ্য সব রকমের বাণিজ্য আছে। কিন্তু কি বার্মা কি মায়নমার দেশটির যেন কোনো চেহারা নেই। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, লাওস এই চারটি দেশের আড়ালে বার্মা লুকিয়ে আছে গত বিশ বছর। পৃথিবীর গণতন্ত্রের মহাপরাক্রমশালী প্রবক্তাদের দৃষ্টি এড়িয়ে। বার্মা যেন এমন এক দেশ যার ইতিহাসকে স্থগিত করে দেয়া হয়েছে।

বার্মা যেন এমন এক দেশ যার জনগণ সহসা কোনো এক ইশারায় থমকে গিয়েছে। বার্মার মানুষ কেমন? বার্মার শহর কেমন? বার্মার গ্রাম কেমন আমরা জনি না। চিনি বার্মিজ লুঙ্গি, বার্মিজ স্যান্ডেল আর মদ। কেউ কক্সবাজার গেলে দেখি এইসব নিয়ে আসে। বার্মিজ মানুষের খবর কেউ আনে না।

খবর না নিতে না নিতে এখন যখন খবর নেবার সময় হয়েছে তখনও আমরা কোনোভাবেই বার্মার খবর আর নিতে পারছি না। প্রথমে যখন জাফরান রঙের পোশাকে বৌদ্ধ সাধুরা রাস্তায় নেমে এলো তখন হঠাৎ মনে হয়েছিল, এই আমাদের হারিয়ে যাওয়া বার্মা। এই জাফরান রঙই বার্মাকে মুক্তি দিতে পারবে। কিন্তু দিন যত ঘনিয়ে আসছে ততোই মনে হচ্ছে জাফরান পোশাকগুলো রক্তস্নাত হয়ে রীতিমতো বন্যা তৈরি করে ফেলেছে। বার্মায় এখন আরেকটি রক্তের নদী বয়ে যাচ্ছে।

কিন্তু খবর নেবার কোনো উপায় নেই। যোগাযোগের উপায় বন্ধ, ইন্টারনেটও বন্ধ। কোথায় যেন লিখেছে, একশ মানুষকে হত্যা করা হয়েছে ইতিমধ্যে। কী হচ্ছে বার্মায় তার খবর এখন কে বলবে। বুদ্ধ, ধর্ম আর সংঘের শরণ নেয়া, মুণ্ড কামানো, রাজপথ আলো করা সেই সন্ত আর তাদের ঘিরে রাখা দীনহীন, দরিদ্র, লুঙ্গি পরা বার্মিজ মানুষগুলোর জন্য প্রচণ্ড শংকা হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.