কয়েকমাস আগের ঘটনা। একটা বাচ্চা হবে। তার নাম লীলাবতি। পৃথিবীতে প্রতি মিনিটে অনেক বাচ্চাই হয়। কিন্তু লীলাবতি এদের মধ্যে গুরুত্বপুর্ন।
কারন লীলাবতি'র বাবা হুমায়ুন আহমেদ আর মা শাওন।
দুঃখজনক হচ্ছে সেই লীলাবতি জন্মের সময়ই মারা গিয়েছিলো। লেখক হুমায়ুন আহমেদ এক নির্জন কক্ষে পাগলের মতো কেদেঁছিলেন লীলাবতি'র জন্য। কিন্তু প্রকৃতি এসব ব্যাপারে নির্মম।
থেমে যাবার পাত্র নয় হুমায়ুন আহমেদ।
নিজের লেখক সত্তা দিয়ে তৈরি করলেন আরেক লীলাবতিকে। অপার বাস্তবের লীলাবতি, যার বাচা মরা নির্ভর করছিলো হুমায়ুন আহমেদের উপরে। লীলাবতি বাচেঁ না মরে তা নিয়ে টান টান উত্তেজনা ছিলো চ্যানেল আইয়ের দর্শকদের মাঝে। আমার ধারনা ছিলো হুমায়ুন নিজের লাইফের ঘটনার সাথে মিল রাখতে গিয়ে নাটকের লীলাবতিও মারা যাবে।
কিন্তু না, হুমায়ুন তা করেনি।
বাস্তবে না পারলেও অপার বাস্তবে লীলাবতিকে বাচিঁয়ে দিয়েছেন। আর নাটকের শেষে ছোট্ট ম্যাসেজটাও ছিলো এরকম, বাস্তবের লীলাবতি মারা গিয়েছিলো। কিন্তু এই লীলাবতি বেচে গেছে। কারন লেখকের অনেক ক্ষমতা ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।