আমাদের কথা খুঁজে নিন

   

অপর বাস্তবের মোড়ক উন্মোচনে আমন্ত্রণ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বইমেলাতে শুক্রবার 3 টায় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ব্লগার সমাবেশ হতে পারে। উপলক্ষ্যঃ অপর বাস্তবের বইমেলাতে মহাপ্রবেশ। ব্লগের লেখালেখির ধরণটার সাথে পাঠকদের পরিচয় করে দেয়ার জন্য অপর বাস্তবকে সাজানো হয়েছে। ব্লগে যেমন লেখার পরে মন্তব্য থাকছে, বইটিতেও তেমনভাবে উপস্থাপিত হয়েছে। বেছে নেয়া হয়েছে এমন কতগুলো বিষয় যা নিয়ে বিতর্ক হয়েছে, ভিন্নমত প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচনের একটা সামাজিকতা চলছে মেলাতে, অপর বাস্তবের মোড়ক উন্মোচনের জন্য সবচেয়ে যোগ্য লোক ছিলেন ডঃ ইউনূস; কিন্তু তিনি জনমতের চিঠি, মেসেজ আর মেইলে শ্বাস নিতে পারছেন না বোধহয়। একটা বিষয় নিশ্চিত বইটি গীনেস বুক অফ রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে। কারণ 126 পৃষ্ঠার বইটি ধারণ করেছে 100 জনের বেশী লেখকের ওরফে ব্লগারের লেখা ও মন্তব্য। সেজন্য ব্লগাররাই উন্মোচন করলে এটাও একটা রেকর্ড হতে পারে। সামহোয়ারের কর্তৃপক্ষ, আরিল, হাসিনসহ অন্যান্যদেরকে প্রকাশক ও সম্পদনা পরিষদের তরফ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি।

সমস্ত ব্লগারদের শুক্রবার 3 টার সময় বইমেলার "মোদের গরব'' ভাস্কর্যের সামনে হাজির থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.