আজকের একটা ঘটনা।
দুপুর দুইটার দিকে আমি হোটেল শেরাটনের সামনের রাস্তাটা দিয়ে পার হচ্ছিলাম। উদ্দেশ্য সামনের গলি থেকে রিকসায় করে মগবাজার যাব। মিন্টোরোডের দিকে যে রাস্তাটা গেছে সেটা পার হচ্ছিলাম। সাধারনত এই রাস্তায় দামি গাড়িগুলো চলে, রাস্তার পায়ে হাটা মানুষজনকে তারা ততটা গুরুত্ব দেয় না।
সাবধানেই পার হলাম। অপরপাশে গিয়ে আমি ফুটপাতে উঠতে পারছিলাম না। কারন সকালের বৃষ্টির পানি জমেছিলো। দূর থেকে দেখলাম একটা পাজেরো আসছে, বেশ জোরেই। আমি একেবারে রাস্তার সাইড ঘেষে দাড়িয়ে গেলাম।
ভাবলাম পাজেরোটা মনে হয় আমাকে পাশ কাটিয়ে চলে যাব। বিধিবাম, গতি একটুও কমলো না এবং পাশ দিয়ে যাবার সময় আমার বাম বাহুতে পাজেরোর বাম পাশের ব্যাকভিউ মিরোরের একটা ধাক্কা খেলাম। প্রচন্ড একটা শব্দ হলো। আশেপাশের লোকজন চমকে উঠলো। পাজেরো আরো জোরে চলে মুহূর্তের মধ্যে হাওয়া।
আমি পুরো আহাম্মক! কী হলো? অবাক ব্যাপার যে আমার কিছুই হয়নি...
প্রথম কয়েকটা মুহূর্ত কাটলো ঘোরের মধ্যে। এতটাই কি মূল্যহীন মানুষ আমি? অবাক ব্যাপার, পাজেরোতে চড়লে কি রাস্তার হেটে চলা মানুষগুলোকে কি মানুষ মনে হয় না। এতক্ষন চেষ্টা করেও ঘুমাতে পারলাম না, চোখ বন্ধ করলেই কালো রং-র একটা পাজেরোকে সজোরে আমার দিকে আসতে দেখছি। আমি চিন্তা করছি পাজেরোর ঐ ড্রাইভারটার কথা, তার কি একবারের জন্যেও অনুশোচনা হয়েছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।