জাতীয় বাজেটে পাজেরোর দাম কমানো হয়েছে। আর বাড়ানো হয়েছে রিকন্ডিশন্ড গাড়ির দাম।
কেন? এ প্রশ্ন অর্থ উপদেষ্টাকে করা যেতে পারে।
তবে প্রশ্ন যাই করেন হিসাব পরিস্কার।
বিশ্বব্যাংক ও আইএমএফের কনসালটেন্টরা আসবেন তারাতো পাজেরোতে চড়বেন।
বাজেট অনুযায়ী আগে যে পাজেরো ২০ লাখ টাকা ছিল আগামী শনিবার থেকে তার শুল্ক কমে যাবে। ফলে দাম পড়বে ১৭ লাখের কাছাকাছি।
কিন্তু একই দিন থেকে রিকন্ডিশন্ড মাইক্রোবাসকে দিতে হবে অতিরিক্ত ৬০ শতাংশ সম্পুরক শুল্ক। আর ২৫ শতাংশ শুল্কতো আছেই।
ফলে এখন ৯ লাখ টাকার যে মাইক্রো বাজারে আছে তার দাম গিয়ে ঠেকবে ১৩ লাখের উপরে।
ভাইরে, আমিতো এইসব দেখে ভাবছি বেশি দিন নাই যেদিন বাংলাদেশে পাজেরো ঝুড়িতে করে নিয়ে ফেরিওয়ালারা হাক ছাড়বেন- পাজেরো কিনবেন পাজেরো............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।