অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন
বর্তমান আওয়ামীলীগ সরকারের সবচে উচ্চাভিলাষী প্রজেক্ট ছিলো পদ্মা সেতু । দেশের দক্ষিণ অঞ্চলের কোটি মানুষের স্বপ্নের একটা প্রশ্বস্ত দ্বার ছিলো এই স্বপ্নটি । বড় আশা নিয়ে ২০০৮ সালের নির্বাচনে তারা রায় দিয়েছিল বর্তমান সরকারের পক্ষে ।
কিন্তু বর্তমান সরকার বরাবরের মতোই তাঁদের এই স্বপ্নটি নিয়েও ছিনিমিনি খেলেছে । একজন দুর্নীতিবাজ আবুল হোসেনের জন্য বন্ধ হয়ে গেছে এই প্রকল্পের অগ্রগতি । অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী যতই আশার বাণী ছোড়েন,কাজ হবেনা । অর্থাৎ এক আবুলের জন্য দেশের সর্ববৃহত এই উন্নয়নকাজে ফিরছে না বিশ্বব্যাংক ।
কেন তবুও আবুলের পক্ষে মেতে আছে সরকার ? কারণ তিনি গত নির্বাচনে আওয়ামীলীগের সবচে বড় দাতাদের একজন ।
তার টাকাতেই চলেছে নির্বাচনী প্রচার ও প্রচারণা । তাইতো তিনি যতই দুর্নীতি করুন তাকে বাচাতেই হবে,নিতেই হবে তার পক্ষ
সরকারকে বুঝতে হবে, মানুষ এখন আর বোকা নয় । একবার তারা যদি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তবে শত আবুল কেন কোটি আবুলের টাকাতেও কাজ হবে না । কারণ জনতার শক্তিই সবচে বড় শক্তি । জনতাকে অস্বীকার করে কোন সরকার আজকালকার যুগে টিকে থাকতে পারবে না
সরকারের শুভবুদ্ধির উদয় হোক ।
জয় হোক জনতার রায়ের,জনতার আকাক্ষার ।
শুভরাত্রি।
সিলেট,০৭/১২/১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।