আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে ধ্বংস করা যাবে কিন্তু পরাজিত করা যাবেনা।



মানুষ ভালবাসে, স্নেহ করে, কমনা বাসনায় উদ্বেল হয়, নিজের স্বাভাবিক ইচ্ছা আর বাসনার কারণে সে নিজেকে আলোকিত ও বিকশিত করতে চায়। প্রতারনা,শঠতা আর শাসনের জটিল এবং সংখ্যাবিহীন শেঁকড় জীবনের শেষ পর্যন্ত ছড়ানো। ঐসব শেঁকড় দিয়ে জীবনের প্রানরস কেবলই শুষে নেয়া হয়। আমি পরিপূর্ণ স্বাধীনতা চাইনা চাই কেবল নিজের অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে। কেমন যেন ধ্বংসের গন্ধ পাই আর একারণেই ভয় হয়।

তবুও ভিতী যতই আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখুক প্রান ধর্মের সহজ প্রেরনা সমস্ত কিছু ছিঁড়ে ফেঁড়ে বেরিয়ে আসবেই। হোকনা কিছুটা সময় দেরী, হোকনা কিছু কাঠ খড় পোড়াতে। প্রতিবাদ করতেতো আমি কখনই পিছপা হইনি এবং হবওনা। ভুল থাকবে হেরে যেতে হবে, সঠিক থাকবে সফলতা আসবে- এভাবেইতো জীবন চলবে, থেমে থাকবেনা আমার পথচলা। অবাক হব, ম্রীয়তায় ডুবে যাব - এমনিতো হাবার কথা।

আমার জীবনে দেখতে চাই স্পষ্ট অভিব্যাক্তির ছাপ। হয়ত একদিন দেখব, হয়ত আমাকে ধ্বংস করা যাবে কিন্তু পারাজিত করা যাবেনা। সাহস সংগ্রামহীন জীবন আর যারই হোক প্রকৃত মানুষের নয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.