আমাদের কথা খুঁজে নিন

   

এনার্জি বাংলা ডট কম - এর গল্প

সাগর সরওয়ার

‌'আমার হাতে অলিক আপেল বুকে অনেক স্বপ্ন আধখানা দিই কার হাতে সেই কল্পনাতেই ব্যস্ত' কাছে কোন অলিক আপেল নেই,থাকলে কি করতাম জানি না। তবে http://www.energybangla.com নামে একটা ওয়েব সাইট আমি করেছি, সেই অলিক আপেলের ভাগ আমি সকলকে একটু একটু করে দিতে চাই। সকালে যখন ঘুম থেকে উঠি তখন বারবার একটি কথাই মনে হয়, আর তা হলো: হেরে যাবো বলে তো স্বপ্ন দেখিনি। বাংলাদেশের জ্বালানি খাত নিয়ে মোক্ষম কোন ওয়েব সাইট নেই। এটা আমার জানা ছিল।

যখনই কাজ করতে যাই তখনি নানা রকম তথ্যের জন্য সোর্সদের কে ফোন করতে হয়। সাংবাদিক হিসাবে সোর্সদের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ছোট খাট তথ্য উপাত্তের জন্য তাদের কে ফোন করে বিরক্ত করতে আমার বরাবই খারাপ লাগতো। চিন্তা করতে থাকলাম কি করা যায়। আমার চিন্তা সব সময় ভালো ফলাফল নিয়ে আসে ভোর বেলায়।

সেদিনও ভোর বেলায় মাথায় এলা একটা ওয়েব সাইট করবো। যে ওয়েবসাইটে থাকবে বাংলাদেশে তেল গ্যাস ও ইলেক্ট্রিসিটি সেক্টরের খবর এবং ডাটা তথ্য। খটমটা বিষয়, তাই না ? কাজে নেমে গেলাম ঐ দিনই। আরেক বন্ধুকে বললাম চলো শরু করি। সে অকপটে রাজি হয়ে গেলো।

মাঝে মাঝে কোন বিষয়ে কেই কেউ দ্রুত রাজি হয়ে যায়। আমার বন্ধু বাসার এমনই একজন। এরপর শুরু হলো আমাদের পথ চলা। আমরা চলছি। Ittefaq এ কাজের ফাকে ফাকে এই ওয়েসাইট টি করতে গিয়ে আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।

এক বছরেরও বেশী সময় ধরে এটি নিয়ে কাজ করতে গিয়ে আমি জানতে পেরেছি এটা বাংলাদেশ কেবল নয়, এই উপমহাদেশের জ্বালানি খাতের একমাত্র ই নিউজ পেপার। ব্লগারদের কাছে আসলে আমার চাওয়া এতটুকুই সাইট টি ভিজিট করুন। খারাপ লাগলে আমাকে বলুন। ভালো লাগলেও বলুন। ভালো লাগা খারাপ লাগা নিয়েই তো মানুষ! সাগর সরওয়ার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.