আমাদের কথা খুঁজে নিন

   

এনার্জি ড্রিংকে হৃদরোগের ঝুঁকি

বাংলা ভাষােক ভালবািস সাধারণ পরিশ্রমের পর শক্তি ফিরে পেতে আজকালের তরুণরা চট করেই একটা এনার্জি ড্রিংক কিনে পান করে। কিন্তু এই পানীয় তৈরিতে ব্যবহৃত ক্যাফেইন ও টরিনের মতো উত্তেজক পদার্থ আমাদের হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। গবেষকরা জানান, এই পানীয় গ্রহণে রক্তচাপ (সিস্টোলিক ব্লাড প্রেশার) স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৫ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। তা ছাড়া দিনে এক থেকে তিন বোতল এনার্জি ড্রিংক ‘ইলেকট্রিক্যাল সাইকেলের’ (হৃদস্পন্দন) সময়কাল স্বাভাবিকের চেয়ে ১০ মিলিসেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেয়। এতে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

হৃৎপিণ্ডের ক্রিয়ায় এনার্জি ড্রিংকের প্রভাব সম্পর্কিত সাতটি গবেষণা শেষে গবেষকরা এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেভিড গ্র্যান্ট মেডিক্যাল সেন্টারের প্রিভেন্টিভ কার্ডিওলজি বিভাগের পরিচালক ড. ইয়ান রিডক জানান, হৃদস্পন্দনের সময়কাল বেড়ে গেলে ব্যক্তির আকস্মিক মৃত্যুও হতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে এ বিষয়ে প্রতিবেদনও উপস্থাপন করেন বিজ্ঞানীরা। তবে এ ধরনের পানীয়ের প্রভাব আরো ভালোভাবে জানতে আরো গবেষণা প্রয়োজন বলে তাঁরা জানান। সূত্র : টেলিগ্রাফ অনলাইন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.