ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
সুযোগ পেলেই কাব্য কর!
যোগ বিয়োগে ক্লান্ত চরণ
জীবন কাটে হা-পিত্যেসে, আফসোসে
কোথায় কে কার পুড়ল খ্যাতা
কারটা কেমন চুকল ল্যাঠা
এসব তুলে হাড়কাঠে তাও মাপছো যে?
জেনে কি আর ভুলছে ভবি
লোকজন ঠিক তুলছে কবির
হাঁড়ির খবর, হাটের মাঝে আলগোছে
ভাতের থালায়, পিঠের ডালায়,
ভাঙা ঘরের চাল-দোচালায়
ইঁদুর এবং চামচিকেরা তাল ঠোকে
সেসব ভুলে কাব্য কথা!
ঠিক নিদারুণ অভব্যতা
খুঁজছ তবু সব নিরাময় কাব্যতে
খুঁজছো খোঁজো, খুঁজতে থাকো
ওলট পালট জীবন সাগর
দিচ্ছো পাড়ি ভুল কাগজের কারগোতে
বেশতো কলম ঘষতে থাকো!
উঠতে বসতে জীবন সাঁকোর
নড়বড়ে আর ভয় ধরানো হাল তোকে
দেখায় না কেউ? চোখটা বুজে
এই বাজারে ঘর ছা পুষে
কাব্য করার রাখতে মুরোদ পারছো যে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।