কালের সাক্ষী
আমরা কি আদিম যুগে আছি ?প্রশ্নটা শুনে ভাবছেন আমি হলাম দুনিয়ার সব চেয়ে বোকা । কারণ আমি আমার কাল সম্পর্কে সন্দিহান । আসলেই সত্য । কারণ আদিম কালে মানুষ নাকি বর্বর ছিল । ছিল অসভ্য ।
তাদের তেমন কোন লজ্যা ছিল না । ফলে তারা উন্মুক্ত যৌন চর্চা করত । িকন্তু সভ্যতার উত্তরনের মাধ্যমে আমরা আজ সভ্য বলে দািব করতে শুরু করেছি । তাই আমাদের দাবি অনুযায়ী আমরা আজ সভ্য । কিন্তু আমাদের কাজ কি সভ্য ?আমি জানিনা ।
তাই আপনাদের কাছে আমার এই প্রশ্ন । আশা করি এর উত্তর টা আনারা আমার চেয়ে অনেক ভাল জানেন ।
যে ঘটনার জন্য আজ এই সন্দেহ এখন সেই মহান ঘটনাটি বলি ।
গত কাল রাত ৯.৩০ এর দিকে সোহরাওয়ার্দী মাঠে গেলাম একটু টাইম পাস করার জন্য । রমনার পাশ দিয়ে ঢুকলাম।
দেখলাম অনেক লোকের আনাগোনা । তার মধ্যেই একটি জুটি দাড়িয়ে কথা বলেছে । আমরা আমাদের মত হাটছি । হঠাৎ দেখলাম মেয়েটি তার ওড়না বিছিয়ে শুয়ে পড়ল একটি গাছের নিচের অন্ধকারে । ছেলেটি তখন তার সাথে ছিল ।
তারা তখন যৌন মিলন শুরু করল । তখনো তাদের চারপাশে অনেক মানুষ । কিন্তু তাদের যেন কোনই বোধ নাই । হঠাৎ এমন একটি ঘটনার জন্য আরো অনেক মানুষ তখন তাদের চার পাশে দাড়িয়ে ঘটনাটি দেখতে লাগল । এক পর্যায়ে ছেলেটি কাজটি অসমাপ্ত রেখে উঠে চলে গেল ।
তখণ মেয়েটি চারপাশে দাড়ানো লোকদের উপর চটে বলতে শুরু করল ,কি দেখেন ,মজা দেখেন নাকি। যান বলছি ,ইত্যাদি ...........................
তখন লোকগুলো চলে গেল । কেউ কোন কথা বলল না । যেন তারাই বড় অন্যায় করে ফেলছে । মেয়েটি সেখানেই দাড়িয়ে থাকল ।
এতক্ষনতো আপনাদের একটি ঘটনা বললাম । কারন এটি একটা ...............................প্রতিদিনই আমাদের পার্কগুলোতে এমন অনেক কিছু ঘটে যে আমি সন্দিহান যে আমরা কি সভ্য সমাজের বাসিন্দা ।
আমাদের মা বাবা আমাদের লেখাপড়া করতে ঢাকায় পাঠিয়েছে কি উন্মুক্ত যৌন চর্চা করার জন্য ?........................................................................
নাকি আল্ট্রা মডার্ণ হিসাবে এগুলো আমাদের আধিকার ?...........................................?
সরকার নামের যন্ত্রটি ও যেন আজ বিকল ..............................................................................?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।