আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাকুল করহানি বারে বারে

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

রোদনভরা এ বসন্ত সখি কখনো আসেনি বুঝি আগে রোদনভরা এ বসন্ত মোর বিরহ বেদনা রাঙালো কিংশুক রক্তিম রাগে রোদনভরা এ বসন্ত কুঞ্জদ্বারে বনমল্লিকা সেজেছে পরিয়া নবপত্রালিকা সারাদিন রজনী অনিমিখা কার পথচেয়ে জাগে রোদনভরা এ বসন্ত দক্ষিণসমীরে দূরগগনে একেলা বিরহী গাহি বুঝিগো দক্ষিণসমীরে দূরগগনে কুঞ্জবনে মোর মুকুল যতো আবরণ বন্ধন ছিড়িতে চাহে দক্ষিণসমীরে দূরগগনে আমি এ প্রাণের রুদ্ধদ্বারে ব্যাকুল করহানি বারে বারে দেয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে রোদনভরা এ বসন্ত এক- রোদনভরা এ বসন্ত দুই- রোদনভরা এ বসন্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.