রসিকজন হিসেবে বাঙ্গালির সুখ্যাতি আছে। নইলে কি আর তারা 'সাঙ্গোপাঙ্গ' নামের বিশেষণটি দিয়ে দলবল, অনুচর, চেলা আর পরিষদ বোঝাতে পারতো?
সাঙ্গোপাঙ্গের মূল অর্থ হলো অঙ্গ আর উপাঙ্গসহ ('সাঙ্গোপাঙ্গ অবতীর্ণ হন অবনীতে'- কৃষ্ণচন্দ্র কবিরাজ)।
অঙ্গ হলো মূল দেহ এবং উপাঙ্গ হলো চোখ, কান নাকের মতো মূল অঙ্গের সহযোগী অঙ্গ। মজার ব্যাপার হচ্ছে এ সাঙ্গোপাঙ্গ শব্দটিকে এখন আমরা অঙ্গ আর উপাঙ্গহীন করে চেলাচামুন্ডা অর্থে যুতসইভাবে চালিয়ে দেই। উদাহরণ হিসেবে বলা যায়, এক প্রবাদ বাক্যে বলা হয়েছে : 'নিত্যানন্দ এবং অদ্বৈত অঙ্গ এবং শ্রীনিবাস আদি ভক্তগণ উপাঙ্গ, এই মিলে সাঙ্গোপাঙ্গ'।
'সতুরাং' শব্দটির মূল সংস্কৃত। বাংলায় ঢোকার পর সংস্কৃত সুতরাং শব্দের ব্যবহার অব্যয় পদের মাঝেই সীমাবদ্ধ। তবে বাংলা সুতরাং সংস্কৃত সুতরাংয়ের গতি স্তব্ধ করে দেয় অথবা মোড় ঘুরিয়ে দেয়। কারণ সংস্কৃত সুতরাংয়ের অর্থ অধিকতরভাবে, অতিশয়, প্রচুর, অত্যন্ত ইত্যাদি।
(চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।