রবীন্দ্রনাথ বলেছেন, 'সহজ কথাটি যায় না বলা সহজে'। কথাটি যেমন সত্য, তেমনি সহজ শব্দটির অর্থ মোটেও সহজ নয়। আমাদের সমাজে সহজ শব্দটির রয়েছে নানাবিধ ব্যবহার। সংক্ষেপে বলা যায়, আমরা সোজা, অল্পে যা বোঝা যায়, কপটতাহীন, স্বাভাবিক ও বিনাকষ্টে, অনায়াসে, সামান্য কারণে ইত্যাদি বোঝাতে সহজ শব্দটির দ্বারস্থ হই। এটা অকঠিন, শান্ত, সহজাত অর্থেও ব্যবহৃত হয়।
কিন্তু সহজ শব্দটির বুৎপত্তিগত অর্থটাই বাঁধিয়েছে যত্তো গন্ডগোল। সহজ শব্দের আসল অর্থ হচ্ছে, জন্মের সঙ্গে জাত, বংশগত ও স্বাভাবিক। এ তিনটি শব্দের ব্যাখ্যায় বলা যায়, সহজ মানে গর্ভজাত, সহোদর, যমজ ইত্যাদি।
মজার ব্যাপার হলো, মধ্যযুগে বাংলা ভাষায় সহজ শব্দটি দিয়ে প্রেম বোঝাতো। যেমন, চন্ডীদাস লিখেছেন, 'সহজ সহজ সবাই কহয়ে সহজ জানবে কে?' এখানে সহজ শব্দটি দিয়ে প্রেম বোঝানো হয়েছে।
ভাষাবিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা দিতে পারেননি, সহজ শব্দটি কি করে সোজা বা সরল অর্থ পেলো। তবে কেউ কেউ ধারণা করেন, ভাইবোনের সহজ-সরল-স্বাভাবিক সম্পর্কই হয়তো সহজ শব্দটিকে এতো স্বাভাবিক ও সরল বানিয়ে দিয়েছে।
(চলবে)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।