লক্ষ্মীপুর সরকারী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ১১টায় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় কলেজে ভাঙচুর চালিয়েছে উভয়পক্ষ। কমপক্ষে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীদের মারধর করে।
পরে জেলা ছাত্রদল সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুনের নেতত্বেৃ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি নিয়ে ক্যাম্পাসের বিজ্ঞান ভবন চত্বর থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করে। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্ববায়ক সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে ছাত্রলীগ সংঘবদ্ধ হয়ে ছাত্রদলকে পাল্টা ধাওয়া করে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য করে। ক্যাম্পাসের দরজা জানালা ভাঙচুর করে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২/৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ৩ রাউন্ড গুলি ছুড়েছে।
এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।