আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্যবচ্ছেদ-১ (মিঃ হাইড)

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

আজন্ম ভালোবাসার পাপ নিয়ে জন্ম বুঝি আশার দিবালোকে স্বপ্নের ঘাটলায় পিচ্ছিল শ্যাওলা হোঁচট খেয়ে পড়ে যাই খাদে পুনর্জন্ম আমার- পুনরাবৃত্তির ভালোবাসায়। । প্রথমে কী দিয়ে শুরু করি বুঝে উঠতে পারছি না। সেই কখন থেকে ভাবছি। কোন অংশটার নমুনা নিই।

ইচ্ছে করছে হৃদপিন্ড হাতে নিয়ে নেড়ে দেখি। মাথার ভিতর হতে মগজ বেটা উসকানি দেয়। হৃদয় বেচারা বলে বিবেককে আগে ধরো। "বিবেক কার দ্বারা নিয়ন্ত্রিত হয়?" নতুন ভাবনার উদয় হয়। মস্তিষ্কে না হৃদপিন্ডে? হাহ!! ভীষণ বদমেজাজী আমি আজন্ম রোষানলে পুড়ে নিষ্কৃতি আপন দেহানলে মুক্তি খুঁজে অনন্ত অম্বরে।

। স্বার্থান্বেষী এক সত্ত্বা আমার ভালোবাসায় ভালোবাসা চাই ঝড় বৃষ্টি মেঘ যা-ই হোক না ঘুরে ফিরে আকাশটাতেই ঠাঁই। । পান থেকে চুন খসলেই উঠি জ্বলে মত্ত হই ফাটা বাঁশের ঝংকারে খিটখিটে স্বভাবের এক মূর্খ আমি সিঁটিয়ে যাই বজ্রের হুংকারে। ।

অলস ভাবনায় দিন কেটে যায় অলস সময় অলস কথা ভীষণ আলসে আমি, তবু জেনো অসহ্য সকল অলস ব্যথা। । হয়তো বড্ড সহজলভ্য আমি ডাকলেই তো চলে যাই! মিষ্টি কথাতে মজে ডুবে মরি বোকার মতো গান গাই। । হাড়ে হাড়ে অঙ্কুরে অঙ্কুরে বিনষ্ট হই অপচয়, শুধু অপচয় করে যাই সময় শক্তি অর্থ।

জন্মের প্রতি অশ্রদ্ধা জানায়ে প্রতিনয়ত হারাই ঠাঁই। । মিঃ হাইড হলো ডঃ জেকিলের কালো রূপ- যার মধ্যে ভালো কিছু ছিলো না। শুধু হিংস্রতা জুড়ে ছিলো তার অন্তর। আমার ভিতরেও মিঃ হাইড আছে।

এর কথা প্রকাশ করার ক্ষুদ্র প্রয়াস। সম্পূর্ণ কিছুই বলা হয়নি। তাই হাইড সাহেবকে এখানেই অসমাপ্ত রেখে থামিয়ে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।