যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
তাবলীগ জামাতের কিছু কর্মীরা অনেক সময় আবেগ বা জজবা থেকে বলে ফেলে 'এইটাই কাম' । দ্বীনের যে কোন কাজের ক্ষেত্রেই এধরনের কথা বলা খুব বড় ধরণের একটা ভুল ।
এ জাতীয় শব্দ ব্যব হার করার দ্বারা দ্বীনের অন্যান্য কাজকে অস্বীকার করা হয় । যা দ্বীনের শিক্ষা না।
বরং সঠিক কথা হল এভাবে বলা : এইটাও কাজ ।
আল্লাহর পথে যে যেভাবে ডাকে সবই উত্তম । ' তার চেয়ে ভাল কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ' - এর সঠিক ও গ্রহনযোগ্য ব্যক্ষ্যা হল যে কে্উ যে কোন ভাবে আল্লাহর দিকে ডাকবে - সে-ই এর অন্তর্ভূক্ত হবে । ( কোন নির্দিষ্ট সীমাবদ্ধ পথ নেই - যে সেভাবেই ডাকতে হবে ) যেমন মুয়াজ্জিন আযানের দ্বারা, মুজাহিদ তলোয়ারের দ্বারা, কেউ লেখনীর দ্বারা, কেউ তর্ক বহস এসবের দ্বারাও দ্বীনের দিকে ডাকতে পারে । সবই উত্তম ।
কিন্তু যখন বলা হয় এইটাই কাজ, এইটাই কাম , তখন মুজাহিদের ডাক, লেখনীর ডাক এগুলোকে ছোট করা হয় বা অস্বীকার করা হয় ।
বড়রা বলেন রফিক বনো, ফরীক না বনো ।
বন্ধু হও, বিভেদকারী না হও।
এয়সা কাহো : ইয়ে ভি কাম হ্যায়, ইয়েহি কাম হ্যায় না বোলো ।
এইটাও কাজ বলো, এইটাই কাজ বলো না ।
অবশ্য সচেতন কর্মীরা এসব ভুল থেকে মুক্ত থাকেন, পোষ্টের উদ্দেশ্য যারা ভুলের মাঝে আছে তাদের সচেতন করা।
তাবলীগের বিরোধিতা করা পোষ্টের উদ্দেশ্য না। আল্লাহ পাক আমাদের সৎ পথে চালিত করুন। আমীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।