আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে Ranking-এ সেরা কোনটি?

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্রমান্বয়ে Ranking -টি দেখানো হলো:
DU ’JU ’KU ’ RU ’ CU ’ JNU..........
বিশ্ববিদ্যালয়গুলোতে মোট কতবার ভর্তি পরীক্ষা দেয়া যায়?
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য কি আলাদা Preparation নিতে হবে?
হ্যাঁ। তবে, শুধু DU-র Preparation নিলেই JU, JNU, RU, CU, SUST -এর প্রায় ৮০% Preparation হয়ে যাবে। মানে এক ঢিলে সব পাখি!!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম তোলার Minimum Requirements কী?

যেমন- কমার্সের বা C ইউনিটের একজন Student -যার SSC-তে পয়েন্ট 4 (Without 4th Subject)  এবং HSC -তে পয়েন্ট 3.8 (Without 4th Subject) , মোট 7.8, এক্ষেত্রে ঐ Student C-unit বা D-unit (বিভাগ পরিবর্তন)-এর ভর্তি ফরম তোলার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে মোট পয়েন্ট যদি 7.5  এর কম বা 7.49 ও হয়, সেক্ষেত্রে ভর্তি ফরম তোলা যাবে না বা তুললেও তা বাছাইয়ের পর বাতিল হয়ে যাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস মার্কস কত?
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে পাস মার্ক হলো ৪৮।

তবে আলাদাভাবে সকল বিষয়ে নির্দিষ্ট মাকর্স পেতে হয়। যেমনঃ
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে কী ইচ্ছেমতো পরীক্ষা দেয়া যায়?
না!!! বিজ্ঞান শাখার জন্য A ইউনিট, মানবিক শাখার জন্য B ইউনিট ও বাণিজ্য শাখার জন্য C ইউনিট। তবে সকল গ্রুপের Student -ই D ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কোনটি বেশি ভূমিকা রাখে SSC/HSC-র Result না Admission Test  ?
Of course, very good Admission test, because
Total


ঢাবির ঈ ও ই/উ ইউনিটে কোন কোন বিষয়গুলোর উপর পরীক্ষা দিতে হয়? কত নম্বরের পরীক্ষা হয়?
ঢাবিতে মোট ২০০ নম্বরের উপর merit list  নির্ধারিত হয়। এর মধ্যে SSC ও HSC-এর GPA-এর উপর ভিত্তি করে Score ৮০ এবং ভর্তি পরীক্ষার নম্বর ১২০।


C-ইউনিটে মোট ৪টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয়ে ২৫ টি করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান ১.২০।
পরীক্ষার বিষয় ও পূর্ণমান
 
 B/D ইউনিটে মোট 3-টি Subject-এর উপর পরীক্ষা দিতে হবে। বাংলা ও ইংরেজিতে ২৫টি করে এবং সাধারণ জ্ঞান সম্পর্কে ৫০ টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটির নম্বর ১.২০।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন Unit-এ কতটি আসন রয়েছে?
 
-Unitইউনিট ভিত্তিক আসন সংখ্যা -
 
ঢাবির B/C/D ইউনিটের ভর্তি পরীক্ষার Time & Marks Distribution System কেমন?
English -এ পাস মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স" কথাটি কতটুকু সত্য?
ঢাবিতে চান্স পাওয়ার প্রধান বাধা English. কারন- C-unit -এর চারটি subject-এর মধ্যে শুধু English -এ পাস Compulsory (বাধ্যতামূলক) অর্থাৎ তোমাকে ৩০ নম্বরের মধ্যে কমপক্ষে ১২ পেতেই হবে।
B/D - unit -এও English -এ পাস Compulsory (বাধ্যতামূলক) অর্থাৎ তোমাকে ৩০ নম্বরের মধ্যে কমপক্ষে ৮ পেতেই হবে।
তাই প্রতিটি Student-এর First Target হওয়া উচিত English -এ পাস
C -Unit -এর English -এ পাস মার্ক ১২ পাওয়া কতটুকু সহজ / কঠিন ?
এই প্রশ্নের উত্তর তুমি নিজেই দিতে পারবে নিচের পরিসংখ্যান দেখে-
DU (C-unit) ভর্তি পরীক্ষা  (Business Studies Group)
DU (C-unit) ভর্তি পরীক্ষা (Business Studies Group)
 
সেশন
 
পরীক্ষার্থীর সংখ্যা
 
English-এ পাস
 
আসন সংখ্যা
2012-2013
46,000
7,228
1,075
2011-2012
38,900
4,500
1,075
2010-2011
32,000
2,889
930
2009-2010
প্রায় 30,000
3,134
880
2008-2009
  25,000 +
2500 +
880
2007-2008
26,000
1700
880
2006-2007
25,000
900
780
2005-2006
25,000
1900
780
2004-2005
24,000
2000
680
তার মানে, English -এ পাস করতে পারলেই ঢাকা ভার্সিটিতে চান্স প্রায় নিশ্চিত !
যেহেতু, শুধু ইংলিশে পাস করতে পারলেই
প্রতিযোগীর সংখ্যা ৫০ হাজার হতে কমে আসে মাত্র +- ৫,০০০ জনে !
English -এ ভাল মার্ক্‌স মানেই B/D ইউনিটের ভাল Subject -এ চান্স !
English কিভাবে Varsity -তে প্রবেশের Visa দেয় ?
অর্থাৎ, অন্য Subject -গুলোতে খুব ভালো নম্বর পাওয়া সত্ত্বেও English -এ কমপক্ষে ১২ না পাওয়ায় আপনি কিন্তু C-unit -এ চান্স পাচ্ছেন না।
বাস্তব ঘটনা: আমার পরিচিত একজন ছোট ভাই যার নাম হাসান, সে গত বছর অর্থাৎ ২০১০-১১ সেশনে ঢাবির C-ইউনিটে পরীক্ষা দিয়েছিলো। অনেক ভাল Student হওয়া সত্ত্বেও শুধু English -এ ১১.৯৬ পাওয়ায় তার ঢাবিতে চান্স হয়নি।

অথচ তার বাংলাতে মার্কস ছিলো ২৬, , Management -এ ২৭ ও Accounting-এ ছিলো ২৫।
দুর্ভাগ্যজনক হলেও সত্যি যার C -ইউনিটে মেধাক্রম ১ থেকে ১০ এর মধ্যে থাকার কথা শুধু English -এ পাস মার্ক ১২ না পাওয়ায় সে আজ একটি প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করছে।
সুতরাং, আমাদের উচিত এই বাস্তব উদাহরণ থেকে শিক্ষা নেওয়া এবং English -কে আরও বেশি গুরুত্ব দিয়ে পড়া।
আবার যদি আপনি
বাংলায়                   -          18
Accounting -এ      -          18
Management-এ    -          20
English-এ             -          12
অর্থাৎ, Total ৪৮ এবং অন্যান্য subject-এ খারাপ করেও শুধু english -এ ভালো করার কারণে আপনি DU-র c ইউনিটের ভিসা পাচ্ছেন। সুতরাং, আমরা বলতে পারি-

SSC ও HSC-র GPA-র Score কিভাবে বের করা যায় ?

Negative Marking কিভাবে Count করা হয় ??
যেহেতু C-Unit -এ Option ৫-টি, এক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য .২৪ করে কাটা যাবে।

অর্থাৎ প্রতি ৫-টি (.২৪ দ্ধ ৫ = ১.২০) ভুল উত্তরের জন্য ১-টি শুদ্ধ উত্তরের marks কাটা যাবে (এ কর্তন হবে বিষয়ভিত্তিক)। আবার, ই/উ টহরঃ এ ড়ঢ়ঃরড়হ ৪-টি হওয়ায় প্রতিটি ভুল উত্তরের জন্য .৩০, অর্থাৎ প্রতি ৪-টি ভুল উত্তরের জন্য একটি শুদ্ধ উত্তরের নম্বর কাটা যাবে।
যেমন- একজন student C-unit -এ মোট ১০০-টি প্রশ্নের উত্তর করে correct করলো ৭৫-টি, এক্ষেত্রে তার marks হবে ৭৫১.২=৯০ এবং বাকি ২৫-টি প্রশ্ন ভুল হওয়ার কারণে তার মার্কস কাটা যাবে ২৫ .২৪ = ৬, ঝড় তার total marks হবে ৯০ -৬ = ৮৪।
আবার, B/D ইউনিটে কোন একজন student ১০০-টি প্রশ্নে correct করলো ৮০-টি, এক্ষেত্রে তার marks হবে ৮০১.২=৯৬, এবং ২০-টি প্রশ্ন ভুল হওয়ার কারণে তার মার্কস কাটা যাবে ২০.৩০=৬, এক্ষেত্রে তার total marks হবে ৯৬-৬=৯০।
একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি Career -এর জন্য এত গুরুত্বপূর্ণ কেন?
Certificate- এর যথার্থ মূল্যায়ণ পাওয়া যায়।


যে কোন প্রাইভেট ভার্সিটির Degree নিতে কমপক্ষে ৫ থেকে ৮ লক্ষ টাকা প্রয়োজন আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিতে ২০ থেকে ২৫ হাজারের বেশি টাকা খরচ হবে না।
সৌজন্যে: S@ifur's

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.