আপনি যদি ভেবে থাকেন আমি এখানে ভালো ভাবে বেচে থাকার কোন মন্ত্র শেখাতে এসেছি, তাহলে আশা ভঙ্গের জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত। আসলে এটি একটি বইয়ের নাম। বইটি লিখেছেন "ওগ ম্যান্ডিনো" নামের একজন আমেরিকান ভদ্রলোক। বইটি কেনার আগে আমি জীবনেও এই ভদ্রলোকের নাম শুনিনি। এমনকি বইটাও খুব একটা আগ্রহ নিয়ে পড়িছলাম না।
কিন্তু কিছুদুর পড়ার পর ধরতে পারলাম যে এটি আর দশটি সাধারণ বই থেকে কিছুটা ভিন্ন।
বইটি লেখকের নিজের জীবন থেকে নেয়া। উনি দাবী করেছেন যে উনি ১৭টি সাধারণ নিয়ম পালন করে সাফল্য আর্জন করেছেন। যাই হোক, বইটি এখনো পড়ে শেষ করতে পারিনি। উইকিপিডিয়া তে সার্চ করে দেখলাম যে ওগ ম্যান্ডিনো (http://en.wikipedia.org/wiki/Og_mandino) বেশ হোমড়া চোমড়া ধরনরে মানুষ।
বইট কিনেছিলাম গুলশানের অধুনালুপ্ত ইটিসি (বর্তমান বুকস এক্সপ্রেস) থেকে। ওখানে বেশ কিছুদিন ধরে এই সেল চলছে। প্রচুর ভালো ভালো বই পাওয়া যাচ্ছে সস্তায়। সবই ইংরেজী বই অবশ্য।
উইকিতে লেখকের জীবনি দেখার পর থেকেই সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে বইটি পড়ছি।
১৭টি নিয়মের মধ্যে একটি নিয়ম পড়লাম। ওখানে বলা হচ্ছে "আশির্বাদ সমূহকে গণনা করুন। যখন আপনি অনুধাবন করবেন আপনি কত মূল্যবান এবং আপনাকে ঘিরে কত কিছু হচ্ছে, তখন আপনার মুখে হসি ফিরে আসবে, সূর্য উদিত হবেম সঙ্গীত বেজে উঠবে এবং আপনি সামনে এগিয়ে যেতে পারবেন যা সৃষ্টিকর্তা আপনার জন্য ঠিক করে রেখেছে --সৌন্দর্য্য, শক্তি, সাহস এবং আত্নবিশ্বাস সহকারে। "
উইকিতে সার্চটি না দিলে বোধগয় কখনোই বইটা পড়া শেষ করতাম না!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।