আমাদের কথা খুঁজে নিন

   

বেটার বিজনেস প্যানেল জয়ী

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৪-১৫ মেয়াদের কার্যনির্বাহী নির্বাচনে বেটার বিজনেস অ্যান্ড বিসিএস (বিবিঅ্যান্ডবি) প্যানেল সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। এ প্যানেলের সাতজন সদস্যের মধ্যে ছয়জনই বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সেমিনার কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাতটি পদে প্রার্থী ছিলেন ১৩ জন।

এর মধ্যে বিবি অ্যান্ড বি প্যানেলের এ এইচ এম মাহফুজুল আরিফ (প্রাপ্ত ভোট ৪১৯), এ টি শফিক উদ্দীন আহমেদ (৪০৫), কাজী শামছুদ্দীন আহমেদ (৪০২), মজিবুর রহমান (৩৬৯), নজরুল ইসলাম (৩৩৫) ও আলী আশফাক (৩৩৫) বিজয়ী হয়েছেন। প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন এস এম ওয়াহিদুজ্জামান (৩৩৭)। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা প্রথম আলোকে জানান, নির্বাচনে মোট ৭৩৪ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোট দিয়েছেন। সব মিলিয়ে ভোটারদের অংশগ্রহণ বেশ ভালো ছিল। ’ এবারের নির্বাচনে ভোট গণনা হয়েছে ওএমআর প্রযুক্তিতে।

ফলে দ্রুত সময়ে ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি। তিন সদস্যের নির্বাচনী বোর্ডের অন্য দুই সদস্য হলেন খন্দকার সিদ্দিকী-ই-রাব্বানী ও কামরুল ইসলাম। একই দিনে ঢাকার বাইরের আটটি শাখার মধ্যে যশোর শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন সাতজন।
এ ছাড়া খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লা শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।


আজ সন্ধ্যায় বিসিএসের প্রধান কার্যালয়ে নির্বাচিত সাতজনের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হবে।
—রাহিতুল ইসলাম

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.