আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় হামলা সন্ত্রাসবাদের ঢেউ ছড়িয়ে দেবে: পুতিন

সিরিয়া সংকট নিয়ে মার্কিন জনগণ ও রাজনীতিবিদদের প্রতি ব্যক্তিগতভাবে একটি আবেদন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় সামরিক হামলা সন্ত্রাসবাদের নতুন ঢেউ ছড়িয়ে দেবে বলে সতর্ক করেছেন তিনি।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় আজ বৃহস্পতিবার পুতিনের একটি মতামত নিবন্ধ প্রকাশিত হয়েছে। মার্কিন জনগণ ও রাজনীতিবিদদের উদ্দেশে নিবন্ধটি লিখেছেন বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন লিখেছেন, ‘হামলা সহিংসতা বাড়াবে।

সন্ত্রাসবাদের নতুন ঢেউ ছড়িয়ে দেবে। এই হামলা ইরানের পারমাণবিক সংকট, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত সমাধানের প্রচেষ্টা ব্যাহত করবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে অস্থিতিশীল করবে। আন্তর্জাতিক আইন-কানুনে পুরো ব্যবস্থাকে ভারসাম্যহীন করে তুলবে। ’
ওয়াশিংটন ও তার মিত্রদের অভিযোগ, সিরিয়া সরকার গত মাসে রাজধানী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এই অভিযোগ অস্বীকার করে হামলার জন্য বিদ্রোহীদেরই দায়ী করেছেন।
রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ায় সামরিক হামলা চালাতে ওবামা প্রশাসন অনড়। তবে হামলা এড়াতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নেওয়ার একটি প্রস্তাব দিয়েছে মস্কো। এই প্রস্তাবে দামেস্কও সম্মত হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.