আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর আগে ৫০ ইচ্ছাপূরণ করতে চায় মানুষ

আমি ভালোবাসতে ভালবাসি আসসালামুআলাইকুম, জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে-এটা প্রকৃতির নিয়ম। জীবিত অবস্থায় পৃথিবীতে মানুষ স্বর্গের স্বাদ পাওয়ার আপ্রাণ চেষ্টা করে! মানুষের চাহিদার শেষ থাকেনা। তবে গবেষকরা অনেক ঘাঁম ছড়িয়ে বের করেছেন-পৃথিবী ছাড়ার আগে প্রায় প্রতিটি মানুষ ৫০টি কাজ করে যেতে চায়। কিন্তু দূর্ভাগ্য মাত্র ৪ থেকে ৫টি আশা পূরণ করে যেতে পারেন অধিকাংশ ব্যক্তি। অনেকে মনে করেন, সব আশা পূরণ করার পর্যাপ্ত সময় নেই।

আবার অনেকে স্বীকার করেন, তারা দুঃসাহসিক কাজ করার জন্য তারা উপযুক্ত নন বা আঘাতকে তারা ভয় করেন। কোটিপতি হওয়া, বিশ্বভ্রমণ করা, মেরুপ্রভা উপভোগ, চীনের মহাপ্রাচীর ঘুরে দেখা এবং ঋণমুক্ত থাকা এই ৫০ ইচ্ছার শীর্ষে থাকে। আর যে কাজগুলো মানুষ কম করতে চায় মানুষ সেগুলো হলো-উপন্যাস লেখা, অন্য ভাষা শেখা, ম্যারাথন দৌঁড়ে অংশ নেওয়া, । দুই হাজার প্রাপ্ত বয়স্কের ওপর পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠান হেলি হানসেন গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে। জরিপে অংশ নেওয়া এক তৃতীয়াংশের বেশি লোক জানিয়েছে, তাদের আশা পূরণে পর্যাপ্ত সময় নেই।

আর ২০ শতাংশ অংশগ্রহণকারী স্বীকার করেছেন, তারা আহত হতে ভয় পান। এক চতুর্থাংশ অংশগ্রহণকারী বিশ্বাস করেন, তারা তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে উপযুক্ত। কোনো ইচ্ছে নেই এমন কথা জানিয়েছে ১২ শতাংশ অংশগ্রহণকারী। প্রায় অর্ধেক অংশগ্রহণকারীর উপলব্ধি, তাদের ইচ্ছাপূরণে আরও সাহসী হতে হবে। হেলি হানসেনের তালিকার ৫০টি ইচ্ছার মধ্যে প্রথম ১০টি হলো- ১ কোটিপতি হওয়া ২ বিশ্ব ভ্রমণ করা ৩ মেরুপ্রভা উপভোগ ৪ চীনের মহাপ্রাচীর ঘুরে দেখা ৫ ঋণমুক্ত জীবন ৬ ইনকার দুর্গম পথে পাঁ মারানো ৭ বিশ্বের সপ্তম আশ্চর্য দেখা ৮ মিশরের পিরামিড দেখা ৯ জীবন পরিবর্তন করে এমন কিছু উদ্ভাবন করা ১০ এন্টার্কটিকায় পাঁ রাখা বাঁকি গুলো পরে প্রকাশ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.