নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
“ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধের পর্যায়ে পড়ে” এ গুরুবাক্য আমরা যেমন সবাই জানি কিন্তু এটা বোধহয় জানিনা “চাঁদা নেওয়া অপরাধ কিন্তু দেওয়া নয়” নতুন করে এ গুরুবাক্য শিখতে পেরে বিংশ শতাব্দীর সদ্য তরুন, বৃদ্ধ, আমজনতা নিশ্চয় পুলকিত হবেন। হয়েছন ও বটে !
দেশের কেন্দ্রীয় নেতা চাদাবাজির মামলায় গ্রেফতার হলেন, তার অপরাধ তিনি চাদা নিয়েছেন। কিন্তু যিনি চাদা দিয়েছিলেন সে কি কোন উদ্দেশ্য ছাড়াই চাদা দিয়েছিলেন? যদি কোন উদ্দেশ্য থেকে থাকে তাহলে যেমন মিডিয়ার মাধ্যমে সবাই জেনেছেন চাদাবাজি মামলায় নেতা গ্রেফতার হয়েছেন তেমনি যিনি চাদা দিলেন তার কারনটা কি? তিনি যে দিলেন তার দেওয়াটা কি কোন অপরাধের পর্যায়ে পড়েনা?
তাইত বিংশ শতাব্দীর মহান বাণী "চাঁদা নেওয়া অপরাধ, কিন্তু দেওয়া অপরাধ নয়"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।