নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
যদি বডি পেইন্ট "Body Paint" এর প্রসঙ্গ নিয়ে আসি কিংবা কিছু বডি পেইন্ট এর ছবি পোষ্ট করি তাহলে নিশ্চয় ব্লগারদের চোখ ছানাবড়া হয়ে বড় বড় গোল্লা হয়ে যাবে । ব্লগের মত এমন পবিত্র জায়গায় এসব কি, এই বলে কেউ হয়ত আমাকে ব্যান করার প্রস্তাবও দিতে পারেন নগ্নতা প্রশ্নে আমাকে প্রশ্নবিদ্ধ করা হতে পারে।
আবার বিপরীতটাও হতে পারে, কেউ বডি পেইন্টের ভিতর শিল্পরস খুজে পেয়ে নগ্নতার এমন রুপশৈলিকে শৈল্পিক দৃষ্টিকোণ থেকে ব্যখ্যাও দিতে পারেন।
এতসব বিতর্কের ভিতর যাবার যেমন দরকার নেই তেমনি বডি পেইন্টের ছবি পোষ্ট করে বিতর্কিত হবারও অনাকাঙ্খিত প্রয়োজন অনুভব করছিনা।
যে ছবিগুলো পোষ্ট করেছি সেগুলো বডি পেইন্ট না কিন্তু শরীরের একটি অঙ্গে পেইন্ট করা, একটি “হাতে” পেইন্ট করে এমন শৈল্পিক রুপ ফুটিয়ে তোলা হয়েছে। চমৎকার আঙ্গিকে, ভঙ্গিমায় এমনভাবে উপস্থাপন কৌশল প্রথম দেখাতেই হিমশিম খেতে হবে এটা কোন হাত কিনা !
বডি পেইন্ট তো জানি, কিন্ত এখন এগুলো কে কি হ্যান্ড পেইন্ট "Hand Paint" বলা যাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।