আমাদের কথা খুঁজে নিন

   

জীবন-যাপন

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

[ ভূমিকাঃ আমার কলিগ হাসানকে সকালে দেখলাম কাগজ-কলম নিয়ে টুকটুক করে কি জানি লিখছে...অনেক পরে হাসি হাসি মুখ করে কাগজটা আমাকে দিয়ে বলল, আপু, একটা কবিতা লিখলাম, আপনার ব্লগ এ পোস্ট করে দেননা । আমি বললাম, তুমি ব্লগ শুরু করনা কেন ? হাসান হাসে, নাহ, ব্লগ মেইনটেইন করা অনেক ঝামেলা... হাসান খুব উদগ্রীব হয়ে আছে, আপনাদের মন্তব্যের জন্য.. বার বার জানতে চাইছে, কি পোস্ট করা হলো ? ] ========================= আকাশ আজ ছেয়ে গেছে নিঝুর নিঝুম নিরবতায় দূরের ঔ নীল তারাদের মেলায় আজ আর বলা হলোনা কিছুই । সহস্র আলোয় রঞ্জিত এই তটিনির মস্ত অন্ধকারে স্বপ্ন দেখি ভূল, দূরে থেকে থাকবে ভালো, আসবে ফিরে আমার কাছে সেইকি কঠিন ভূল । ধরার অতলে নীল রাতের রহস্যে যখন ঐ সূর্য ডুবে সাঁঝের বেলায়, ঐ দূর গোধূলীতে একাকী তখন এক কিশোর ছেলে রাতের বুকে অজানা কোন বাণী দোলায়। আমিও থেকে যাবো তোমারই পাশে, আসব ফিরে যখন তখন তাইতো থাকি দূর সুদূরে, কষ্ট যা ছিল সব করে আপন। এভাবেই চলছে জীবন-যাপন !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.