আমাদের কথা খুঁজে নিন

   

বোকার স্বর্গে বাস করা আমরা সাধারণেরা’ (সাধারণের' ৩টি প্রশ্ন?)

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

টেলিভিশন এ্যাডের ইউনুস একজন নিতান্তই অফিসের বোকা পিয়ন যে কিনা নিজের হাতের কয়টা আঙ্গুল বা কোনটা ডান হাত, বাম হাত সেটাই সে চিনতে পারেনা। এটা তো এ্যডের কথা, দৃষ্টি আকর্ষনের জন্য নির্মাতা কত কিছু ভেবেই না হয় এমন আকর্ষণীয় বোকা সোকা এ্যাডটি তৈরী করেছেন। আকর্ষণীয়ও বটে! আমি, আপনি যারা নিজের কয়টি আঙ্গুল, কিংবা ডান-বাম হাত ভাল করেই চিনতে পারি এবং দুপায়ের উপর ভর করে থাকা মস্তিষ্ক আজ এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম করতে পারছে সেই সব মানুষগুলোকে তো আর বোকা বলা যাবেনা। আমরা বোকাও নই, সময়ে আবর্তে আমাদেরকে বোকা সাজিয়ে রাখা হয়। বোকার মত ভান করতে শেখানো হয়, আমরা জেনে শুনে কেউ বোকা হই আবার কেউ বোকার পরিবর্তে বোকার স্বর্গে বাস করে চালাক হই। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার তাদের সূচনায় দূর্ণীতি বিরোধী অভিযানে যে নাড়া দিয়েছিল তাতে সাধারণের মনে যে আশার সঞ্চার হয়েছিল এখনও কতটুকু তা জিইয়ে আছে, সেটা অনুধাবনের বিষয়। বড় বড় নেতাদের ধরপাকর এবং শাস্তি প্রয়োগ আলোচনায় সমালোচনায় নিয়ে আসলেও সাবেক এক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর সরকার আবারও কিছু কিছু নতুন প্রশ্নে সম্মুখীন হন। যাদের নামে দূর্ণীতির অভিযোগ আসবে তাদেরই শাস্তি হবে সেটাই যদি মূল লক্ষ্য হয় তাহলে এগুলো কে দেখবে ? ১) দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকে কে ঠেকাবে? ২) জঙ্গী হামলাগুলোর বিচার কে করবে? ৩) জরুরী অবস্থা কি আদৌ উঠানো হবে? উপরের ৩টি প্রশ্ন কোন বোকার নয়, বোকার স্বর্গে বাস করা এক সাধারণের প্রশ্ন ? আমরা কি সত্যি বোকা না আমাদেরকে বোকা বানিয়ে রাখা হয়েছে ? প্রশ্ন সেখানেই ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।