সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
ভেজা ফ্রাইয়ের কথা শুনছিলাম বেশ অনেক দিন ধরে। স্টার বেসড মুভি না। কিন্তু খুব আলাপ আলোচনা হচ্ছিল। পরিচালক সাগর ব্যালারি।
ডিরেক্টরের প্রথম সিনেমাই মনে হলো। কিন্তু কিস্তি মাত। হিটের ওপর সোয়া হিট। দম ফাটানো হাসির সিনেমা। হিট না হয়ে আর যায় কোথায়?
শুনলাম ইতিমধ্যে ভেজা ফ্রাই টু'র কাজ শুরু হয়েছে।
ভাবছিলামা ভেজা ফ্রাই মানে কী? ফ্রেঞ্চ ফ্রাই চিনি। লেকিন ভেজা ফ্রাই তো চিনি না। কেউ জানলে ওয়াজ দিয়েন। অগত্যা আরবান ডিক্সেনারিতে সার্চ দিলাম। লেখা আছে, আপনাকে যে ডিস্টার্ব করছে তাকে বলা... আমাকে ভেজা ফ্রাই বানিও না।
ব্যস এইটুকুই। বোঝা যাচ্ছে, এই শব্দের মানে এখনও তৈরি হইতেছে। সো মূল অর্থের জন্য অপেক্ষা করতে হবে।
নুতন প্রজন্মের এক ঝাঁক ডিরেক্টরএখন বলিউডের হাওয়া বদলাচ্ছেন। সাগর তাদেরই একজন।
ইতিমধ্যে সাহারায় তিনটি সিনেমা করার ডাক পেয়েছেন। তার ভাষায়, ত্রিশ-কুড়ি কোটি টাকা নিয়ে কাজ করতে সমস্যা হয় না তার সমস্যা বড় স্টার ডিল করাতেই। ছোট স্টার নিয়ে তিনি যা দেখিয়েছেন তা মারাত্মক কাজ দিয়েছে।
মিউজিক ইন্ডাস্ট্রির কয়েকজন লোক আর স্টার খ্যাতি প্রার্থী ভারত ভূষণকে নিয়ে এই সিনেমা। কাহিনী আর বেশি বলতে চাচ্ছি না।
এক জোক দুইবার শুনলে হাসি পাওয়া কঠিন। মুভি দেখার আগে গল্প শুনলে হাসি কমে যেতে পারে। শুধু এইটুকু বলবো। দম ফেটে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।