আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য দশকের কবিতার ধরন

শাফিক আফতাব-------- জেসিকা তুমি তো ঘুমেছো এখন পান্থপথের সেই ব্যবসায়ীর বিছানায় তার লোমশ বুকে মুখ লুকেছো তাড়া খাওয়া নেউল কুকুরের মতোন আমি তবে ডুবে আছি উপন্যাসের প্লট বিন্যাস আর গীতিকবিতায় ওদিকে ভদ্র লোক টর্চলাইট জ্বেলে তোমাকে বেশ করছে যতোন। একদিন তুমি আমার জন্য কুচিদিয়ে পড়েছিলে শাড়ি আর ঘটিহাতা ব্লাউজ ব্রার ফাঁকে দিয়েছিলে সালিমার মার্কেট থেকে কেনা পারফিউম বেশ সুন্দর সাজিয়েছিলে তুমি জেলা সদরের জেসিকা হাউজ পুরোনো দিনের গান শুনেছিলে, চোখে নেমেছিলো রাজ্যের যত ঘুম। ছায়ার গিট খুলে মায়া করেছিলে শ্বাসে দিয়েছিলে নবান্নের সুবাস আমিও আলগোছে বেরিয়েছিলাম ছাতার ভেতর থেকে ওদিকে মৃদ বাতাস বইছিলো, আর ছিলো তারাভরা আকাশ। শুভ্র বৃষ্টিপাত হয়েছিলো তোমার আবহমান, লেকে। জেসিকা দেখো তুমি আমি নিপুণ প্রতারক ঠকাচ্ছি তুমি সাহেব আমি মেমকে কাছে গেলে বোকা হয়ে যাই কিছু বুঝিনা, অথচ আমরা গিয়েছিলাম পেকে। ৩০.০৪.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।