অনেক নিশ্চুপ প্রতিবাদ...
তীরন্দাজ এর লেখা বিষয়, ইসলামী রাস্ট্র ইরান: মোল্লাদের প্রভাবে পদদলিত নারী অধিকার নিয়ে লেখা।
আমি জাপান বসে এই লেখা পরে তুলনা করছি।
জাপানে মেয়েরা আরও পদদলিত সেই হিসাবে।এখানে নারীরা অনেক ছোট পোষাক পরে, অনেক কাজ করছে কিনতু ঐ তুলনায় আসলেই কি এখানকার নারীরা স্বাধীন?
এই জায়গাতে এখনো কোন নারী সম্রাগ্মী কিংবা সরকার প্রধান হয়নি। এমনকি চিন্তাও করে না নারীকে ঐ আসনে।
সকল নারী জানে তার স্বামী বহুগামী।তবুও সংসার চলে।
এককালে শুধু ঘরে কাজের জন্য মেয়ে তাই চিন্তা করা হতো।
টেনিস খেলাতে যখন দেখি মেয়েদের ছেলেদের চেয়ে ছোট কাপড় পড়ে খেলে তখন তাদের খেলা থেকে বেশি পণ্য হিসাবে মনে হয়। ছেলেরা যদি হাফ স্লিভ টি-শার্ট পরতে পারে মেয়েরা তখন তার চেয়ে ছোট কাপড় পড়া কি স্বাধীনতা?নাকি আমার, আপনার চোখের ভালো ব্যয়াম হয় তাই স্বাধীনতা বিরোধীতা হয়ে যায়?
শুধু ছোট কাপড় পড়ে রাস্তায় ঘুরে বেড়ান আর চাকরি করা কে কি আপনি নারী স্বাধীনতা বলবেন, নাকি শুধু পন্য করা হচ্ছে বলে আপনি মনে করেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।