আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরের নমুনা! উদাহরণসহ বক্তৃতা!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

ডারউইন আগেই বুঝতে পারছিলো, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করতে চাইছিলো না। উই সুযোগ বুইজ্ঝা জাহাজ নিয়া বাইর হইয়া জাহাজে চইরা বই লিইখ্যা প্রমাণ করলো, বান্দর আমাগো বাপ দাদা। তাইতো চিড়িয়াখানায় সবচে বেশী ভিড় হ্য় বান্দরের খাচার সামনে। একটা উদাহরণ দেই, ভোটার তালিকা করতে স্হানীয় স্কুলের বয়োবৃদ্ধ শিক্ষক আসলেন বাসায়।

প্রথম প্রশ্ন: তোমার নাম? -জি, জামিলুর রহমান। -বাবার নাম? -জি, শামসুর রহমান? - কোনটা শ না স? -শয়তানের শ! বৃদ্ধ অবাক হয়ে রাগান্বিত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আজকাল তত্বাবধায়ক সরকার বেশ কিছু ভালো ভালো কাজ করছেন অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আমার এক পরিচিত মুরুব্বি আবার বেশ নাখোশ। উনি অবশ্য ভালো কোনো ব্যপারে উনার নাখোশতা প্রকাশ করতে দ্বিধা বোধ করেন না।

তা উনার একটা গল্প বলি: জুম্মার নামাজে বাংলায় খুতবা হচ্ছে। সবাই মনোযোগ দিয়ে খুতবা শুনছে। খুতবার বিষয়ও আজকে হিট: নতুন প্রজন্ম বেয়াদ্দব। খুতবার উত্তেজনায় যারা কিশের বা পুচকি শ্রেনী তারা প্রতিদিনকার মতো না হয়ে একটু চুপচাপ। চিন্তা করতেছে নামাজ এইখানে পড়তে আইসা ভুলই করলাম কিনা।

যেইসব পুচকিরা প্রতি জুম্মাবার পিছনের সারিতে শয়তানির উপর হাফেজী ডিগ্রী মারতো তারা অলরেডী গুম। হুজুরও মনে মনে খুশী। আইজকা হেয় হিট! যাইহোক খুতবার উত্তেজনা যখন শেষের দিকে, তখন ঐ মুরুব্বী হাত খানা তুললেন। হুজুর প্রথমে একটু হড়কালেও পরে সামলে উঠলেন। হুজুর বললেন, মুরুব্বি কি কিছু বলবেন? সবাই ভাবলো কারও দোয়ার জন্য হয়তো বলবেন বা বিশেষ কোনো ঘোষনা বা কোনো কিছুর ডাক দিবেন।

-জ্বী হুজুর, কথা হইলো গিয়া গতকাল তিতুমীর মার্কেট থিকা ২০ টাকা দিয়া এক জোড়া রুপসা স্যান্ডেল কিনছিলাম। কিন্তু একটু আগে দেখলাম আমার বাপায়ের স্যান্ডেলটা সিড়িতে পইড়া রইছে আর ডাইন পায়েরটা নাই। একটু খুইজ্জা দিবেন? খালি এক পায়ে বাসায় যাই কেমতে? ঢাকায় বর্তমানে ডাঙ্গা কম জলাশয় বেশী। একটু বৃষ্টি হইলেই ছোট বড় পুস্কুরিনি মাঝেমধ্যেই নদী খালের উদ্ভব হয়। মাঝেমধ্যে মাছের আনাগোনও ঘটে।

কি তমসা! নদী সাগরে মাছ নাই, ঢাকা শহরের রাস্তা ঘাটের পানিতে মাছ। ভালোই ! :জীবন থিকা সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.