আমাদের কথা খুঁজে নিন

   

পরিচ্ছন্ন ব্লগীয় অভিজ্ঞতার জন্য । আরিলসহ সামহোয়্যারের সকল পাঠকের উদ্দেশ্যে

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

১. যারা মোটামুটি আজকের দিনের ব্লগিং ট্রেন্ড সম্পর্কে জানেন তারা হয়তো ওয়াকিবহাল যে ব্লগিং এখন আর হেজীপেজী অবস্থায় নেই। পাঠক আকর্ষন থেকে শুরু করে অনেক বিষয়ে রীতিমতো মেইন স্ট্রিম মিডিয়ার সাথে প্রতিযোগিতায় নামার মতো একটা অবস্থানে এখন ব্লগিং। লাইভ ইন্টারেকশনের দিক থেকে ব্লগিং এমনকি ছাপানো কাগজের চাইতে এগিয়ে। তাই ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে, গার্ডিয়ান, টাইম - সবাই তাদের ওয়েব এডিশনেও ব্লগিং স্টাইলের ফিচার, কেউ কেউ পুরো দস্তুর ব্লগিংয়ের দরজা খুলে দিয়েছে পাঠকদের এই অভিজ্ঞতাকে, এই চাহিদার সাথে রেসপন্স করে। অর্থাৎ আন্তরজাতিক মেইন স্ট্রিম মিডিয়া খুব জোরে সোরেই ব্লগিংকে গুরুত্ব দিচ্ছে।

২. রেজওয়ান এই ব্লগের অন্যতম সদস্য যে আন্তরজাতিক পরিমন্ডলে ব্লগিং কতখানি ভ্যালুড প্রাকটিস যেটা পুরোপুরি এ্যাপ্রিসেয়ট করার এলেম রাখে। তবে রকেট সায়েন্সিস্ট না হয়েও এটা বোঝা যায় যে খবর সংগ্রহ অথবা সমাজের ছবি তুলে ধরার জন্য ব্লগ একটা দূর্দান্ত মিডিয়া। ৩. ব্লগ - আইআরসি চ্যাট রুম বা ইমেইল ফোরাম না। আবার কেবলই বিশুদ্ধ লেখালেখি হবে, অন্য কিছু নয় এমনটা ভাবলেও ভুল হবে। ব্যক্তিগত ব্লগপাতা কেমন হবে সেটা নিয়ে নানামুনির নানা মত থাকতেই পারে, তাতে ক্ষতিবৃদ্ধি নেই কারন সেটা ব্যক্তিগত পাতা।

সেখানে ক্রিয়েটিভ গল্প থাকবে, নাকি রাজ্জাক শাবানার ছবির কাটিং থাকবে সেটা ব্যক্তির অভিরুচি। সামহোয়্যার ইন পুরো ব্যক্তিগত স্বাধীন ব্লগিং নয়। কমিউনিটি ব্লগিং। সুতরাং সেই কমিউনিটি বিহেভিয়ার সেন্সটা থাকাটা কাম্য। ৪. সামহোয়্যার ইন জন্মের শুরু থেকেই অনেকরকম চড়াই উৎরাই পেরিয়ে যে যায়গায় সেটা নি:সন্দেহে একটা প্রশংসার অর্জন।

বাংলা ভাষাকে ইন্টারনেটে নিয়ে আসার জন্য সামহোয়্যার প্ল্যাটফর্ম খুব সহজেই বাংলা কম্পিউটিং এর একটা মাইলফলক। টেকনিক্যাল দিক থেকে শুরু করে এর যে সোশ্যাল ভ্যালু সবগুলোই গুরুত্বের। ৫. আমরা যারা সিরিয়াস ব্লগার, রীতিমতো আলাদা সময় বাঁচিয়ে, প‌্যাশন নিয়ে ব্লগ করি তারা সবাই পরিচ্ছন্ন ব্লগিং অভিজ্ঞতাকে মূল্য দেই। সামহোয়্যার এখন টেকনোলজী অথবা প্ল্যাটফর্ম হিসেবে যথেষ্ট ম্যাচিউর একটা জায়গায়। এটার সেই ম্যাচিউরিটি এ্যাপ্রিসিয়েট করার জন্য সেই পরিচ্ছন্নতার প্র্যাকটিস দরকার।

সময় এসেছে সামহোয়্যারকে স্রেফ একটা আইআরসি চ্যাটিং রুমের মতো না রেখে যতটা সম্ভব একটা মেইন স্ট্রিম মিডিয়ার কাছাকাছি পরিচ্ছন্নতায় নিয়ে যাওয়া। ৬. যেহেতু এটা কমিউনিটি ব্লগিং তাই এতদিন প্রথম এক্সপেরিমেন্ট হিসেবে যতরকমের ছাড় ও স্বাধীনতা দেওয়া হয়েছে তার উপরে কিছু কিছু নিয়ন্ত্রন আনা জরুরী। ঠিক যেভাবে প্রথম আলো বা যায়যায়দিনের ওয়েব এডিশনের পাতা আমরা চুতমারানী গালি দেখতে চাইনা, কাম্য না -( যদিও কুৎসিত রাজনীতি বিদদের সেইরকম গালি পড়তে পড়তে পাঠক দিতেই পারে) - ঠিক সেইরকম অন্তত প্রথম পাতায় বা মূল পোস্টে কিছু নীতিমালা সিরিয়াসলি ফলোআপ করা দরকার। মোদ্দা কথা, সামহোয়্যাকে একটা প্রেজেন্টেবল হিসেবে দেখতে চাই আমরা পাঠকেরা। যেন প্রথম আলোর ওয়েব এডিশন বা যায়যায়দিনের মতো স্বাচ্ছন্দে একজন এটা পড়তে পারে।

এবং হ্যা সেটা ইন্টারেকশনের মজা নষ্ট না করেও করা সম্ভব। ৭. আরিল ও সামহোয়্যারইন কতৃপক্ষ চাইছেন ব্লগকে আরো প্রেজেন্টেবল করতে। আগামী ৭ দিন বা বেশী তার জন্য একটা স্ট্র্যাটেজী করা যেতে পারে। - ব্যক্তিগত যাবতীয় আক্রমন, ফালতু নিকে যা খুশি পোস্ট পুরো বন্ধ করা হোক। - কোন পোস্টের ভিতরে অগ্রহনযোগ্য শব্দ ব্যবহার বাদ।

অনেক হইছে এ বিষয়ে বিতর্ক। কারা মুখ চুলকাইলে নিজেদের ব্যক্তিগত ব্লগে সেইটা করেন। ব্যক্তিগত ব্লগ মাগনা খোলা যায়। - কোন নিক থেকে অন্য ব্লগারকে হ্যারাস করা হলে, হ্যারাসড ব্লগারের লিখিত আপত্তির প্রেক্ষিতে (ইমেইল) অভিযুক্তের একাউন্ট, তার মাল্টিবল নিক ট্রেসিং করে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত থাকা উচিত। - এইখানে বহুত বড় বড় কুতুবেরা আসেন যাদের মোরালিটি বা কমন সেন্স শিখানোর সময় শেষ।

তাদের শ্লীল অশ্লীল এর ক্লাসেরও প্রয়োজন নাই। সবার যেটা প্রয়োজন তা হলো একটা গ্রহনযোগ্য কমিউনিটি ব্লগিং সাইট। - পরিচ্ছন্ন ব্লগিং অভিজ্ঞতার জন্য করনীয় আর যেকোন পদক্ষেপই স্বাগতম। টেস্ট বেসিসে হলেও এর প্রাকটিস দরকার। - হাতে গোনা ৫ থেকে ১০ জন ব্লগারের জন্য একটা সাইটের রেপুটেশন খারাপ হওয়া বা আরো ১০০ জন পাঠকের বিরক্তি উৎপাদন গ্রহনযোগ্য হতে পারে না।

- যতটা সম্ভব সামহোয়্যারেক মতপ্রকাশের স্বাধীন মাধ্যম হিসেবে রেখেই নিদিষ্ট গাইডলাইনের ভিতরে পরিচালনা করা হোক। প্রদত্ত স্বাধীনতা যখন এ্যাবিউজ হয় তখন সেটা আর স্বাধীনতা থাকে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.