আমাদের কথা খুঁজে নিন

   

বিমানের পরিচ্ছন্ন কর্মীর কাছে ৩০টি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের দুই পরিচ্ছন্ন কর্মীর শরীরে তল্লাশি চালিয়ে ৩০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। এসময় ওই ফ্লাইটের পরিচ্ছন্ন কর্মী শুকলাল ও জীবনের শরীরে তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, শুকলাল ও জীবন বাংলাদেশ বিমানের পরিচ্ছন্ন কর্মী। শরীরে বেঁধে স্বর্ণের বারগুলো তারা এনেছিলেন।

আটক স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে ৩ কেজি এবং আনুমানিক দাম প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন এসি মশিউর রহমান মণ্ডল।

শুকলাল ও জীবনকে কাস্টমস কর্তৃপক্ষ নিজেদের হেফাজতে রেখেছে বলেও তিনি জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.