খুজে ফিরি আমি আলোর ঠিকানা। অর্থনৈতিক, সামাজিক, জাতীয় ইত্যাদি সমস্ত বিষয়ের ভাল-মন্দ নির্ভর করে যে বিষয়টির উপর তা হলো রাজনীতি। অনুকুল রাজনৈতিক হাওয়া যেমন দেশকে নিয়ে যেতে পারে সমৃদ্ধির দিকে তেমনি প্রতিকুল পরিবেশে সেই দেশকে যে কোন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তা বোধ হয় বাংলাদেশের মানুষ ছাড়া আর কোন জাতির ভলো যানা নয়। আমি এর আগে কখনোই এ রাজনীতি বিষয়ক কোন পোষ্ট করিনি এর কারন হলো রাজনীতি নিয়ে কিছু লিথতে গেলে ব্যাপকভাবে বিষয়টি নিয়ে জেনেই কেবল এরপর লিখা উচিৎ। কেননা এ ব্যাপারে কোন কিছু লিখতে গেলেই প্রথমেই আপনি যে বিষয়ের সম্মুখিন হবেন তা হলো ভিন্ন মতাদর্শের মানুষের প্রশ্নের।
আর যে বিষয়টি নিয়ে আপনি লিখতে বসেছেন তা সর্ম্পকে যদি আপনার জ্ঞানের সীমা সল্প হয় তবে তাদের প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারবেননা। ফলে তারা প্রথমেই যে কাজটি করবে আপনাকে হাসির পাত্র বানানোর চেষ্টা করবে। আর এর ফলসরূপ আপনি প্রথমে একটু পরে আরেকটু এমনি করে সম্পূর্নই রেগে যাবেন। আর এর প্রতিউত্তরে আপনি যখন যুক্তি দ্বার করাতে পারছেননা ঠিক তখনই শুরু হয়ে যায় অকথ্য ভাষার গালাগালির এক নোংরা প্রতিযোগিতা। আর আপনাকে প্রশ্নকার্তাও যদি ঐ বিষয়ে ভালভাবে না জেনে ওলট পালট কথা প্রশ্ন করে তবে আমরা যারা এগুলো পড়ি তারাই জানি ব্যাপারটা কতটা খারাপ হতে পারে!
তাই শ্রদ্ধেয় ব্লগার ভাই যারা এই কাজগুলো করেন তাদের প্রতি পাঠক সমাজের পক্ষথেকে অনুরোধ যে বিষয়টি আপনি অন্যকে বোঝাতে চাইছেন দয়া করে আগে নিজে ভালোভাবে জানুন এবং শালিনতা রক্ষা করে ব্লগের পরিবেশ ঠিক রাথুন।
আর যারা গালাগালি করে তাদের চিন্তাচেতনা যদিও অনেক সময় বাস্তবতার পক্ষে থাকে কিন্তু তখন তা আর তেমন ভাবতে মন চায় না। কারন এসব করলে আপনার সর্ম্পকে নেতিবাচক ধারনা জন্মানো মানে আপনার চিন্তাচেতনার বিপক্ষে যাওয়া।
আরেকটি কথাঃ ঠিক একই ঘটনা ঘটছে ধর্ম নিয়েও।
(বি.দ্র. কাউকে উদ্দেশ্য করে লিখা হয়নি কথাগুলো শুধু নিজের অনুভুতি গুলো শেয়ার করলাম মাত্র। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।