এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ চারের পুল ‘এ’তে নিজেদের শেষ লড়াইয়ে বাহরাইনের কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
প্রথম এককে আহমেদ আব্দুল্লাহ কায়েদের কাছে ৬-২, ৬-১ গেমে মোহাম্মদ আনোয়ার হোসেন হেরে গেলেও দ্বিতীয় এককে হাসান আব্দুল নবীকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে বাংলাদেশকে সমতায় ফেরান অমল রায়।
তবে দ্বৈতে আর পেরে ওঠেনি বাংলাদেশ; আব্দুল করিম আব্দুল নবী-হাসান আব্দুল নবী জুটির কাছে ৭-৬, ৬-৪ গেমে হেরে যায় বিপ্লব রাম-অমল রায় জুটি।
পরবর্তী রাউন্ডে ওঠার চারটি লড়াইয়ের অন্তত দুটিতে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। আগের তিন ম্যাচের দুটিতে হেরে যাওয়ায় বাহরাইনকে তাই হারাতেই হতো তাদের।
প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইরাককে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।