ফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্র। একই ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছে আগেই ফাইনালে উঠেছিল তারা। ১৫-১৭ নভেম্বর হবে ফাইনাল।
প্রথম এককে ভাসেক পসপিসিলকে হারিয়ে সার্বিয়াকে এগিয়ে দেন এটিপির র্যাঙ্কিংয়ে এক নম্বর জোকোভিচ।
দ্বিতীয় এককে মিলোস রাওনিচ হারান জোকোভিচের স্বদেশী ইয়াঙ্কো তিপসারেভিচকে।
আর একমাত্র দ্বৈতে সার্বিয়ার ইলিয়া বোজোলিয়াক ও নেনাদ জিমোইচ জুটিকে হারান কানাডার ড্যানিয়েল নেস্টো ও পসপিসিল জুটি।
ফলে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন উজ্জ্বল হয়ে ওঠে কানাডার। তবে সে স্বপ্ন আর পূরণ হয়নি। তৃতীয় এককে রাওনিচকে সরাসরি সেটে হারিয়ে দেশকে সমতায় ফেরান জোকোভিচ। আর চতুর্থ এককের লড়াইয়ে কানাডার পসপিসিলকে সরাসরি সেটে হারান তিপসারেভিচ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।