আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রসঙ্গীত নিয়ে এক্সপেরিমেন্ট : `তোমার খোলা হাওয়া'

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



রবীন্দ্রসঙ্গীতকে কান্ট্রি মিউজিকের সাথে মেশালে কেমন লাগবে? আমি আর আমার বউ মৌটুসী এই এক্সপেরিমেন্টটা করছিলাম বেশ কিছু সময় যাবৎ। মৌটুসী এমনিতে রবীন্দ্রসঙ্গীত গাইত। তবে চর্চা নেই কয়েক বছর ধরে। আজকে মৌটুসীর গাওয়া একটা গান রেকর্ড করলাম। `তোমার খোলা হাওয়া' রবীন্দ্রসঙ্গীতটা তুলেছিলাম গীটারে।

সঙ্গে বীট বক্স দিয়ে এবং রেকর্ডিং করতে সাহায্য করল পিকলু ভাই। আর ব্যাক ভোকাল দিয়ে সাহায্য করল আবির। রের্কডিং একটু লো হয়েছে, উপরন্তু বেস গীটার পাওয়া গেল না। শেষ মেষ মন্দ লাগেনি। শুনতে পাবেন এখানে।

আপনাদের খোলা এবং নিরপেক্ষ মতামত আশা করছি। তোমার খোলা হাওয়া ------------------------------------ গলা: মৌটুসী তানজিয়া জাকির গীটার: এস এম মাহবুব মুর্শেদ বীট বক্স, রেকর্ডি: পিকলু ব্যাক ভোকাল: আবির আশফাকুর রহমান ------------------------------------ তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে॥ তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে। তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারই পিছে গো॥ রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে। তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা ঢেউগুলো যে আমার নিয়ে করে কেবল খেলা ॥ ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে॥ দাও ছেড়ে দাও, ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে।

তোমার খোলা হাওয়া...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.